বাংলা নিউজ > বায়োস্কোপ > মঞ্চে উঠে এআর রহমানের গান বন্ধ করল পুণে পুলিশ! নিন্দার ঝড় উঠতেই এল সাফাই

মঞ্চে উঠে এআর রহমানের গান বন্ধ করল পুণে পুলিশ! নিন্দার ঝড় উঠতেই এল সাফাই

বিতর্কে রহমানের কনসার্ট

AR Rahman: বউকে হিন্দি না বলতে বলে দিন কয়েক আগেই আলোচনায় উঠে এসেছিলেন এআর রহমান। এবার মহারাষ্ট্রে মাঝপথেই থামানো হল অস্কারজয়ী শিল্পীর গান। 

মাইক হাতে মঞ্চে ‘ছাইয়া ছাইয়া’ গানটা সবে ধরেছেন এআর রহমান। সোজা মঞ্চে উঠে পড়ল পুলিশ। অঙ্গুলি হেলনের মাধ্যমে কড়া নির্দেশ এখন গান বন্ধ করুন। শুরুতে ব্যাপারটা কেউই বুঝে উঠতে পারেননি। এরপরই গটগটিয়ে মিউজিশিয়ানদের কাছে গিয়ে বাজনা বন্ধ করেন পুণে পুলিশের এক কর্তা। ততক্ষণে চিৎকার শুরু করেছে দর্শক। হ্য়াঁ, রবিবার এআর রহমানের পুণে কনসার্টে ধরা পড়ল এমনই অদ্ভূত দৃশ্য! কিন্তু কী কারণে অস্কার জয়ী সঙ্গীত পরিচালকের গান থামিয়ে দিল পুলিশ?

নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়াতেই তড়িঘড়ি কনাসার্ট বন্ধের সিদ্ধান্ত। জানা গিয়েছে ওই কনসার্টের জন্য রাত ১০টা পর্যন্ত সময় নির্দিষ্ট ছিল। তবে ঘড়ির কাঁটা যে ১০টা পেরিয়ে গেছে তা খেয়াল করেননি শিল্পী। রাত সোয়া ১০টা গান শেষ গানটি ধরেছিলেন রহমান, তাই মঞ্চে উঠে সরাসরি গান বন্ধই করেছিল পুলিশ। পুণের রাজা বাহাদুর মিল এলাকায় আয়োজিত কনসার্টে হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন গতকাল (রবিবার) রাতে। এই ঘটনার হতবাক সলকেই।

পুলিশের কাছ থেকে গান বন্ধ করার নির্দেশ পেয়ে তড়িঘড়ি স্টেজ ছাড়েন রহমান। রহমানের এই কনসার্ট ঘিরে বিতর্কের শেষ নেই। এলাকায় একাধিক হাসপাতাল থাকায় ‘সাইলেন্ট জোন’ হিসাবে বিবেচ্য সেটি। ওই এলাকায় কেন গানের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল? সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার কনসার্ট মাঝপথে থামিয়ে বিতর্কে পুণে পুলিশ।

এআর রহমানের মতো শিল্পীর কনসার্ট এইভাবে মাঝপথে বন্ধ করাটা ভালো চোখে দেখেননি অনেকেই। সেই প্রসঙ্গে পুণে পুলিশের ডিসিপি (জোন ২) এস পাতিল জানান, ‘রহমান শেষ গানটি গাইছিলেন। গাইতে গাইতে উনি খেয়াল করেননি ১০টা বেজে গিয়েছে। কনসার্ট ভেনুতে আমাদের যে পুলিশ আধিকারিক ছিলেন বাধ্য হয়ে উনি স্টেজে উঠে ওঁনাকে সুপ্রিম কোর্টের গাইডলাইনের কথা মনে করিয়ে দেন এবং উনি গান বন্ধ করেন’।

সোমবার পুণে কনসার্টের ছবি পোস্ট করে রহমান অনুরাগীদের কথা দিয়েছেন, ‘শীঘ্রই দেখা হবে’। পাশাপাশি ভক্তদের ধন্যবাদ জানাতেও ভোলেননি ‘মোজার্ট অফ মাদ্রাজ’।

লোকমতে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, পুণে পুলিশের সাময়িক জেরার মুখেও পড়তে হয় রহমানকে। নির্ধারিত সময় (রাত ১০টা) পেরিয়ে যাওয়ার পরেও কেন গান থামাননি তিনি? সেই ব্যাপারে জানতে চাওয়া হয় রহমানের কাছে। পুলিশের তরফে সাফাই মিললেও নেটিজেনরা খুশি নয় রহমানের সঙ্গে এহেন আচরণে। দেশের নাম উজ্জ্বল করা সঙ্গীতশিল্পীর সঙ্গে আরেকটু সংবেদনশীল ব্যবহার করতে পারত পুলিশ, দাবি নেটপাড়ার অনেকের। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

অধীরের প্রচারে তৃণমূলের হামলা, দলের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক হুমায়ুন কবির EPL Arsenal vs Chelsea FC Live Streaming: কখন ও কোথায় লাইভ ম্যাচ দেখবেন? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের ২৫৭৫৩ জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে SSC ১২ বছরের নিচের শিশুরা বিমানে অন্তত একজন অভিভাবকের পাশেই সিট পাবে! নয়া নিয়ম DGCAর ২৭ বছরের সুখী দাম্পত্যে সৌরভ না ডোনা, কার চলে? দাদাগিরিতে বললেন, ‘এর মজা আলাদা…’ যাদবপুর কেন্দ্রে রাহুলের ফেভারিট সৃজনই! স্ত্রী প্রিয়াঙ্কার সমর্থন কাকে? অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ঢাল করেছেন মমতা, আমরা যোগ্যদের পাশে আছি: সুকান্ত গতবছর ODI বিশ্বকাপ খেলা এই ৬ ভারতীয় তারকা ২০২৪ T20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন চাকরিহারাদের কি ভোটের ডিউটি করতে হবে? জানিয়ে দিল নির্বাচন কমিশন

Latest IPL News

যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি চলতি আইপিএলে অভিষেক পোড়েলের খেলাই হত না এবার! দাবি DC-র তারকা অজি ওপেনারের IPL-র ইতিহাসে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রান করার নজির গড়লেন স্টইনিস জাতীয় দল নয়, IPL-এ খেলাকেই বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান! দাবি সতীর্থদের রাহুল যখন ফ্লাইং ম্যান, CSK-র বিরুদ্ধে সুপার ক্যাচ নিয়ে অবাক করলেন LSG ক্যাপ্টেন LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.