বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa: 'একটা মেয়ে গণসঙ্গীত গায়, এটা তার লেবেল নয়', আরাত্রিকার গানে চোখ জল রথীজিৎ-এর, কটাক্ষের জবাব খুদে কমরেডের

Saregamapa: 'একটা মেয়ে গণসঙ্গীত গায়, এটা তার লেবেল নয়', আরাত্রিকার গানে চোখ জল রথীজিৎ-এর, কটাক্ষের জবাব খুদে কমরেডের

'একটা মেয়ে গণসঙ্গীত গায়, এটা তার লেবেল নয়', আরাত্রিকার গানে চোখ জল রথীজিৎ-এর, কী কামাল করল খুদে কমরেড?

Saregamapa: ‘সব প্রতিবাদ জোরে জোরে হয় না…’, গণসঙ্গীত নয়, এবার রবির গানে সারেগাপামার মঞ্চে মাতালেন আরাত্রিকা। 

শুরুর দিন থেকেই সারাগামাপা-র মঞ্চে সাড়া ফেলেছে বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা মাইতি। সোশ্যাল মিডিয়ায় ‘খুদে কমরেড’ নামেও পরিচিত এই স্কুল ছাত্রী। তাঁর গণসঙ্গীতে মুগ্ধ সকলে। কিন্তু আরাত্রিকা মানে শুধু গণসঙ্গীত নয়, বরং সব জঁর গানেই নিজের সেরাটা দিতে জানে সে। শনিবার রাতে সে কথাই প্রমাণ করে দিল আরাত্রিকা।

কিশোর কুমারের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সঙ্গীতের সেরা মঞ্চে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে বাঙালির প্রিয় আইকন কিশোর কুমারকে। কিশোরদা-কে শ্রদ্ধা জানাতে আরাত্রিকা বেছে নিয়েছিল রবি ঠাকুরের গান। ‘একটুকু ছোঁয়া লাগে…’ গেয়ে এদিন সবার মন জয় করে নিল প্রতিযোগি। তবে আরাত্রিকার পাশাপাশি তাঁর পারফরম্যান্সের জন্য ততটাই প্রশংসা কুড়োলেন সারেগামাপার রথীজিৎ স্যার। যিনি এই অনুষ্ঠানের হেড গ্রুমার তথা মিউজিক অ্যারেঞ্জার।

আরাত্রিকার পারফরম্যান্স শেষে চোখে জল রথীজিৎ-এর। মাইক হাতে কথা বলতে গিয়ে গলা ধরে এর তাঁর। বললেন, ‘গত ১২ বছরে এই মঞ্চে গানবাজনা নিয়ে যা বেঁচেছি, জীবনে আমার সব পাওয়া হয়ে গেছে।’ রথীজিৎ-এর প্রশংসায় পঞ্চমুখ কৌশিকি-শান্তনু মৈত্ররা। কৌশিকি বললেন, ‘আমরা অনেকেই মনে করি যে ওখানে বসে গায় বা বাজায়, ছবিটা ওখানেই শেষ হয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে মানুষটা পারফরম্যান্স করেন না কিন্তু পারফরম্যান্সের আগে সেটা শুনতে পান সেই মানুষটার চিন্তাটা যেহেতু শুনতে পাই না। আওয়াজটা শুনতে পাই, মনে হয় ওই মানুষটাকে বোধহয় ওতোটাও দরকার নেই। আজকের এই পারফরম্যান্সের মধ্য দিয়ে কিন্তু রথীজিৎ কথা বলল’।

রথীজিৎ-এর চোখের জল দেখে কৌশিকি বললেন, ‘খুব কম মানুষের মধ্যে মানুষটা জাগ্রত থাকে। তোমার চোখের জলটা ওই মানুষটাকেও বড্ড সুন্দর করে আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেল। আমি এর জন্য জি বাংলার কাছে কৃতজ্ঞ।’

আরাত্রিকার জন্যও প্রশংসার বন্যা বিচারকদের তরফে। কৌশিকি বলেন, ‘তোমার প্রতিবাদ শুধু গণসঙ্গীতে তা নয়…. তোমার প্রতিবাদ এটাও যে একটা মেয়ে গণসঙ্গীত গায়, এটা তার লেবেল নয়। মেয়েটা শুধু গণসঙ্গীত গাইবে, যখন আসবে তখনই গণসঙ্গীত গাইবে! কেন? কারণ ওটা ও ভালো গায়। নিশ্চয় ভালো গায়, তবে ওটাই একমাত্র ও খুব ভালো গায় সে নয়। সব প্রতিবাদ জোরে জোরে হয় না…খুব সুন্দর একটা প্রতিবাদ’। 

সারেগামাপা-র মূল পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতি সপ্তাহ শেষে সবচেয়ে কম নম্বর পাওয়া প্রতিযোগী ছিটকে যাবে শো থেকে। এলিমিনেশনের খাঁড়া ঝোলা শুরু, এই সপ্তাহে কে বাদ পড়বেন? সেটাই এখন দেখবার। 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.