শুক্রবার ছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতির জন্মদিন। আর এবার ২০ বছরে পা দিলেন। ফলে জন্মদিনটা ছিল বিশেষ স্পেশাল। মাঝরাতেই কেক কেটে উদযাপন করেছিলেন। আর সেখানে অভিনেতা আর্য দাশগুপ্তকে দেখে শুরু হয়েছিল দুজনের প্রেম-চর্চা। এমনিতেই ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে ফিসফাস, তিনিই নাকি আরাত্রিকার মনের মানুষ।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সেই রাতেই। কেক কাটার ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার ক্রাইম পার্টনার। আমি এপাশ ওপাশ ধপাস’। তবে কথাতেই তো আছে, ভালোবাসা থাকলে অত অল্পতে মন ভরে না! এবার এই ভালোবাস প্রেমের নাকি শুধু বন্ধুত্বের তা সময়ই বলবে! তবে আর্য যে একেবারে হাবুডুবু খাচ্ছে সেটা স্পষ্ট।
আরও পড়ুন: ‘তৈমুরকে তো দেখাও…’, ভুলভুলাইয়া ৩ নিয়ে আর্জি কার্তিকের, করিনার ছেলেরা আদৌ হিন্দি ছবি দেখে?
কারণ শুক্রবার আরো একটা ভিডিয়ো পোস্ট করলেন তিনি। সেখানে আরাত্রিকার দুষ্টু-মিষ্টি মুহূর্ত নিয়ে একটি রিল বানানো হয়েছে। এখানেই শেষ নয়, রয়েছে তাঁদের দুজনের কাটানো কিছু বিশেষ মুহূর্তও। কখনো ছাদে বৃষ্টিতে ভিজে হাত ধরাধরি করে নাচ করছেন। আবার কখনো, সমুদ্রের মাঝে দুজনে হারিয়েছেন একে-অপরের মাঝে।
আর এই রিল শেয়ার করে আর্য লিখলেন, ‘আমার দেখা সবচেয়ে খাঁটি, সুন্দর, অত্যাশ্চর্য, বিস্ময়কর মহিলার আজ জন্মদিন। আমার ক্রাইম পার্টনার। ভালো থাকো, আর জীবনে খুব উন্নতি করো। এই পাগলামো সারা জীবন চলতে থাকুক।’
আরও পড়ুন: ফের মা হলেন কোয়েল, দাদা কবীর ভাই পেল না বোনু! ২য় সন্তানের মুখ কি দেখালেন রঞ্জিত-কন্যা
সঙ্গে আবার জুড়লেন, ‘এই রিলটা পোস্ট করার জন্য ক্ষমা চেয়ে নিলাম। তবে আজ তো এটা করতেই হত।’
আর্যর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে মাসখানেক আগে অভিনেত্রী হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেছিলেন, আর্য তাঁর ঘনিষ্ঠ বন্ধু। আরাত্রিকার কথায়, 'বন্ধু থেকে পরে কেউ কিছু হয় কিনা আমি জানি না। আমার সঙ্গে তো ঘটেনি আগে কিছু’।
আরও পড়ুন: জামিন পাওয়ার পরেও শুক্রবার গোটা রাত জেলে, শনিবার ফুল সোয়্যাগে বাইরে এলেন আল্লু! কী বললেন মিডিয়ায়
আরাত্রিকা নিজের কেরিয়ার শুরু করেছিলেন জি বাংলার খেলনা বাড়ি দিয়ে। আর সেটা শেষ হতেই তিনি যোগ দেন খেলনা বাড়িতে। সেখানে রাইয়ের চরিত্রে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। এমনিতে ঝাড়গ্রামের মেয়ে তিনি। তবে এখন কাজের সূত্রে কলকাতারই বাসিন্দা।
অন্য দিকে, রাজদীপ ঘোষের ‘বনবিবি’ ছবিতে পার্নো মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন আর্য দাশগুপ্ত। গাঁটছড়া ধারবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে।