দোলের আগে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেন মিঠিঝোরা ধারাবাহিকের রাই। রঙে মাখামাখি হয়ে ধরা দিলেন ক্যামেরার সামনে। কার সঙ্গে রং খেললেন তিনি?
আরও পড়ুন : '৫ বছর বয়স মনে হচ্ছে', ইন্ডিয়ান আইডলে ধুমধাম করে শ্রেয়ার জন্মদিন পালন! চমক হিসেবে কাকে আনলেন বিশালরা?
আরাত্রিকা মাইতির রং খেলা
এদিন আরাত্রিকা মাইতি তাঁর সোশ্যাল মিডিয়ায় হোলি উপলক্ষ্যে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি মাটির থালা ভর্তি বিভিন্ন রঙের আবির। নিজেই আবির খেলছেন তিনি। যদিও একটি পুরুষের হাত দেখা গিয়েছে যে তাঁর গালে আবির লাগিয়ে দিল। যদিও সেটা কার হাত সেটা বোঝা যায়নি।
আরও পড়ুন : ভারতীয় নায়ক - নায়িকারা অতীত, বদলের বাংলাদেশে ঢালিউডে এবার কাজ করবেন পাকিস্তানি মডেল! কে তিনি?
এই ভিডিয়োর নেপথ্যে তিনি তালমার রোমিও জুলিয়েট সিরিজ থেকে দু হাতের মুঠো ভরে গানটি ব্যবহার করেছেন। ক্যাপশনেও গানের লিরিক্স ব্যবহার করে লেখেন, 'তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে আরাত্রিকাকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'হোলির রংয়ে রঙিন হোক তোমার জীবন।' আরেকজন লেখেন, 'খুব সুন্দর দেখতে লাগছে দিদিভাই হ্যাপি হোলি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই রাজকুমারীর জন্য যে রাজকুমার রয়েছে, তার আগমনের অপেক্ষায় রইলাম।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'সবুজ রংটা কেমন যেন মিস করলাম। কিছু একটা নাই নাই মনে হচ্ছে। সঙ্গে সবুজটা থাকলে দেখতে আরও ভালো লাগত।'
আরও পড়ুন : 'একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে', কিরণের অভিযোগ খারিজ করতেই সায়ন্তকে জবাব দেবচন্দ্রিমার
আরাত্রিকার কাজ
প্রসঙ্গত আরাত্রিকা মাইতিকে এখন মিঠিঝোরা ধারাবাহিকে দেখা যাচ্ছে জি বাংলায়। সেখানে তিনি রাই ওরফে রাইপূর্ণা চরিত্রে দেখা যাচ্ছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই মেগা রাত সাড়ে ১০টা থেকে দেখা যাবে।