সারেগামাপা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন আরাত্রিকা সিনহা। তিনি জনমনসে খুদে কমরেড নামেও পরিচিত। প্রতিটা গান দিয়েই তিনি ঝড় তোলেন সারেগামাপা-র স্টেজে। এবার খালি গলায়, গিটার বজিয়ে চার লইন গেয়ে আপলোড করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যা জিতে নিল মানুষের মন।
আরাত্রিকার শেয়ার করা ভিডিয়োটি খুব সম্ভবত ক্যাপচার করা হয়েছে তাঁর বাড়ির ড্রইং রুমে। মুখে প্রসাধনের লেশমাত্র নেই। দেখুন সেই মিষ্টি মুহূর্ত-
আরও পড়ুন: ছোটবেলায় প্রয়াত মা, দিদি নম্বর ১এ মেয়ের নামে কী অভিযোগ ‘স্রোত’ স্বপ্নীলার বাবার
সারেগামপা-র প্রথম দিন ‘কারার ওই লৌহ কপাট’ গেয়ে হইচই ফেলেছিল ক্লাস এইটের আরাত্রিকা। এবার তাঁর তারপর তাঁর শোনা যয়, ‘পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা…’! এরপরই নামের সঙ্গে জুড়ে যায় ‘খুদে কমরেড’ শব্দটা। যদিও বর্তমানে সব ধরনের গান শোনা গিয়েছে আরাত্রিকার গলাতে।
আরও পড়ুন: ‘আগে গানের মানে জেনে…’, সারেগামাপায় সুস্মিতার সমালোচনা করে কটাক্ষে কৌশিকী
নিজেই জানিয়েছেন, দাদুর স্বপ্নপূরণে হাজির হয়েছে সারেগামাপা-র মঞ্চে। তবে গানের সঙ্গে বেড়ে ওঠা আরত্রিকার বহুদিন ধরে। বাম দলের নানান অনুষ্ঠানে, পথসভায়, সভামঞ্চে গান গেয়েছে। ছোট থেকে রাজনৈতিক আবহেই বেড়ে ওঠা। ঝার ঝলক ধরা পড়ে তাঁর স্বভাবে, আত্মবিশ্বাসে, কথা বলায়। বর্তমানে সে জাভেদ আলি ও জোজোর টিম থেকে এই লড়াইয়ে সামিল।
কদিন আগে দিদি নম্বর ১-এও এসেছিলেন তিনি। সেখানে সারেগামাপা-র অভিজ্ঞতা নিয়ে আরাত্রিকাকে বলতে শোনা যায়, ‘এটা আমাদের কাছে নতুন একটা অভিজ্ঞতা। অনেক অনেক কিছু শিখতে পারছি। অনেক বিশেষ মানুষকে সামনে থেকে দেখতে পারছি। রোজ নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করছি।’
সেবার জুটি বেঁধেছিল আরাত্রিকা সারেগামাপা-র বর্তমান সিজনের আরেক জনপ্রিয় মুখ অনীকের সঙ্গে। যাকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচয় দিতে দেখা গেল আরাত্রিকাকে। ভাদুলের এই মেয়ে বললেন, ‘ও অবশ্য শুধু আমার বেস্ট ফ্রেন্ডও নয়, ও আমার খুব ভালো ছাত্র’।
সারেগামাপা-র বর্তমান সিজনে কৌশিকী চক্রবর্তী, শান্তনু মৈত্র, ইমন চক্রবর্তী, জাভেদ আলি, জোজো, অন্তরা মিত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং রাঘব চট্টোপাধ্যায়রা রয়েছেন বিচারকের আসনে। সঞ্চালক হিসেবে আবির চট্টোপাধ্যায়। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচার হয় এটি। শো-এর টিআরপিও বেশ হাই।