বলিউড অভিনেতা আরবাজ খান এবং শুরা খান সম্প্রতি এক মিষ্টি মেয়ের বাবা-মা হয়েছেন। এবার শুরাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। আরবাজ তাঁর ছোট্ট পরীকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরবাজকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে মেয়েকে কোলে নিয়ে দেখা গিয়েছে। অভিনেতা পাপারাজ্জিদের শুভেচ্ছার জবাবে মিষ্টি হাসি দিয়েছেন।
শুরা ৫ অক্টোবর মেয়ের জন্ম দিয়েছিলেন। আর তিন দিন পর ছাড়া পেলেন হাসপাতাল থেকে। আর সোজা পৌঁছেলন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এই বিশেষ সময়ে খান পরিবার একে অপরের পাশে ছিল। শুরা এবং ছোট্ট ভাইঝিকে দেখতে সলমন খান নিজে তাঁর ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন। ভাই সোহেল খান, এমনকী আরবাজের প্রথম পক্ষের ছেলে আরহানও বোনকে দেখতে হাসপাতালের গিয়েছিলেন। এখন ছোট্ট পরী তার বাড়িতে পৌঁছে গিয়েছে, যেখানে আরবাজ এবং শুরার পরিবার তাকে স্বাগত জানাতে উপস্থিত রয়েছে।
আরবাজ খান এবং শুরা প্রায় এক বছর একে অপরকে ডেট করেছিলেন। এরপর অভিনেতা একটি রেস্তোরাঁয় শুরাকে বিয়ের জন্য প্রপোজ করেন। দুজনে বোন অর্পিতার বাড়ির ছাদে একটি প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সলমন দুজনকে নতুন জীবনের জন্য আশীর্বাদ দিয়েছিলেন। সেলিম খান এবং সালমা খানও মেজ ছেলে আবার সংসার শুরু করায় খুশি ছিলেন। এখন বিয়ের প্রায় দুই বছর পর শুরা মা হয়েছেন এবং তিনি একটি মিষ্টি মেয়ের জন্ম দিয়েছেন। খান পরিবারে এটি প্রথম নাতনি, যার আনন্দই আলাদা।