এই মুহূর্তে আনন্দে ভাসছে গোটা খান পরিবার। গত ৫ অক্টোবর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আরবাজ খানের দ্বিতীয় স্ত্রী শুরা খান। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে আরবাজকে সস্ত্রীক দেখেই অনেকে আন্দাজ করেছিলেন, সুখবর রাতে আর বেশি দেরি নেই। সমস্ত জল্পনা কল্পনা সত্যি করে গত ৫ তারিখ একটি কন্যা সন্তানের গর্বিত বাবা মা হন তাঁরা।
৮ অক্টোবর মেয়েকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায় আরবাজকে। এই মুহূর্তে স্ত্রী এবং সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। ছবি শিকারীদের শুভেচ্ছার জবাবে মিষ্টি হাসি হেসে গাড়িতে উঠে পড়েন অভিনেতা। শুরাকে নিয়ে সোজা পৌঁছে যান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসতেই মেয়ের নাম প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করে তাঁরা জানান, মেয়ের নাম রেখেছেন সিপারা খান। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন আরবাজ এবং শুরা, যেখানে লেখা ছিল, স্বাগত শিশু কন্যা সিপারা। ভালোবাসার সঙ্গে শুরা- আরবাজ। (লাল হৃদয়ের ইমোজি)।
মেয়ের নাম যে বাবা মায়ের নাম মিলিয়ে রাখা হয়েছে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, সিপারা নামটি উর্দু কিংবা আরবি শব্দ ‘সিপারা’ থেকে এসেছে। এই নামের অর্থ পবিত্র কোরানের একটি অংশ। বোঝাই যাচ্ছে, এই নামটি আধ্যাত্মিক তাৎপর্য বহন করছে।
২০২৩ সালে ২৪ ডিসেম্বর আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাসভবনে এক অন্তরঙ্গ নিকাহ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ।
এই প্রসঙ্গে বলা ভালো, ‘পাটনা শুক্লা’ নামের একটি ছবির সেটে প্রথম আলাপ হয় আরবাজ এবং সুরার। সেখান থেকেই শুরু বন্ধুত্ব এবং পরবর্তীকালে প্রেম। সবশেষে চার হাত এক হয়।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
আরবাজের সঙ্গে শুরার বয়সের পার্থক্য অনেকটাই, ফলে বহুবার উপহাসের শিকার হতে হয় তাঁদের। যদিও সেই সব ট্রলকে পাত্তা না দিয়ে গত দু বছর ধরে সুখে সংসার করছেন তাঁরা। এবার নতুন সদস্যকে নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পালা।
তবে স্বামী আবার বিয়ে করলেও পরিবারের সকলের সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে মালাইকার। মালাইকার নতুন রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল গোটা খান পরিবারকে। বিবাহ বিচ্ছেদ হলেও এখন আরবাজ এবং মালাইকা দুজনে দুজনের ভীষণ ভালো বন্ধু।