বাংলা নিউজ > বায়োস্কোপ > Arbaaz Khan: 'সফলতা মাথায় চড়ে বসে', তিন ছেলের তুলনায় সেলিম পড়ালেন জীবনের কোন ‘সহজ’ পাঠ?

Arbaaz Khan: 'সফলতা মাথায় চড়ে বসে', তিন ছেলের তুলনায় সেলিম পড়ালেন জীবনের কোন ‘সহজ’ পাঠ?

তিন ছেলের তুলনায় সেলিম পড়ালেন জীবনের কোন ‘সহজ’ পাঠ?

Arbaaz Khan: শুরু হল দ্য ইনভিনসিবলস। সেটারই প্রথম পর্বে সেলিম খানকে প্রশ্ন করা হয় তাঁর ছেলেদের নিয়ে। সলমন খানের মতো তাঁর বাকি কোনও ছেলেই আর অত খ্যাতি পায়নি, এই বিষয়ে তাঁর কী অভিমত? খারাপ লাগে?

বলিউড বাবলের তরফে শুরু করা হল একটি ব্র্যান্ড নিউ সিরিজ, নাম দ্য ইনভিনসিবলস। এখানেই প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম খান। বলিউডের অন্যতম খ্যাতনামা লেখক এই শোয়ের শোভা বাড়িয়ে প্রথম পর্বে হাজির হয়েছিলেন অতিথি হিসেবে। এই শোয়ের সঞ্চালনা করছেন তাঁরই ছেলে আরবাজ খান। প্রথম পর্বেই বাবার জীবনের নানা অজানা বিষয় নিয়ে প্রশ্ন করেন আরবাজ। স্ক্রিপ্ট রাইটার ছিলেন যখন সেই সময় থেকে হেলেনের সঙ্গে তাঁর সম্পর্ক, ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন করেন আরবাজ। বাদ দেন না তাঁর সন্তানদের প্রসঙ্গ। আরবাজ সরাসরি জিজ্ঞেস করেন তিনি এবং সোহেল খান যে সলমনের মতো সফল হতে পারলেন না সেটা কি কোথাও গিয়ে সেলিম খানকে কষ্ট দেয়? তিনি কি বিষয়টা নিয়ে বিরক্ত?

আরবাজ বলেন, সলমন এত নাম করেছেন, এত বড় তারকা সে, সেখানে তাঁর অন্যান্য ছেলেরা সফল হল না জীবনে। এইটা কি তাঁকে ভাবায়? কষ্ট দেয়? সেলিম এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ ভাবে বলেন, 'আমি যখন তাদের চেষ্টা দেখি, আমি দেখতে পাই ওরা চেষ্টা করছে। ওরা নিজেদের মতো করে কঠিন পরিশ্রম করছে। তাই আমি বিশ্বাস করি কিছু না কিছু ঠিক হবে। আমি জীবনকে ভীষণ পজিটিভলি দেখি। সব থেকে জরুরি বিষয় ওরা কেউ সময় নষ্ট করছে না।'

একই সঙ্গে বাবা হিসেবে ছেলেদের ব্যর্থতা নিয়েও পরামর্শ দেন সেলিম। তিনি বলেন, 'ব্যর্থতা হ্যান্ডেল করা সহজ। কেউ ব্যর্থ হলে সে সবসময় ভাবতে থাকে যে কী করে এটা থেকে সে বেরোবে। কিন্তু একবার সফল হলে এটা মাথায় চড়ে বসে। এক হলিউডি পরিচালক বলেছিলেন ব্যর্থতার থেকে সফলতা বহু মানুষকে ধ্বংস করে দিয়েছে। সবসময় নিজের শিকড়কে মনে রাখবে। কীসে না বলতে হবে সেটাও জানতে হবে।' শোলে ছবির লেখকের থেকে এমন কথা শুনে সকলেই উদ্বুদ্ধ হয়েছেন।

বলিউডের প্রথম সারির অন্যতম অভিনেতা হলেন সলমন। তিন খানের একজনও বটে। তিনি ম্যায়নে পেয়ার কিয়া ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। তারপর থেকে তিনি একটার পর একটা ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছেন। বক্স অফিসের বেতাজ 'সুলতান' হয়ে বসেছেন। তবে তাঁর দুই ভাই আরবাজ এবং সোহেল অভিনয় জগতে নাম না করতে পারলেও তাঁরা বর্তমানে প্রযোজনা করছেন।

বন্ধ করুন