সলমন খানের বাড়িতে খুশির আমেজ। সলমন খানের ভাই আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খান বাবা-মা হয়েছেন। শুরা খান ৫ অক্টোবর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শুরা খানকে ৪ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই খুশির খবরে প্রকাশ্যে আসতেই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: যশ চোপড়ার এই ছবির তিন নায়ক-নায়িকা পর পর কয়েক বছরের মধ্যেই মারা যান! জানেন কোন সিনেমা?
আরবাজ খান তার স্ত্রী শুরাকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করেন, যেখানে শুরা সন্তান প্রসব করেন। আরবাজ খান ২০২৩ সালে শুরা খানকে বিয়ে করেন। তাঁদের বিবাহিত জীবনের বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে। এই দম্পতি এবার তাঁদের প্রথম সন্তানের জন্ম দিলেন।
উল্লেখ্য, সম্প্রতি শুরা খানের স্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। পুরো খান পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবারের লোকজন ছাড়াও, বেশ কয়েকজন বলিউড এবং টেলিভিশন তারকাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাদের জন্য শুরা খান একটি লম্বা হলুদ পোশাক পরেছিলেন। অনুষ্ঠানে শুরাকে তাঁর বেবি বাম্প দেখাচ্ছিল।
আরও পড়ুন: ধর্মা প্রোডাকশনের সেরা ১০টি ছবি কোনগুলি? তালিকায় পয়লা নম্বরে অক্ষয় কুমার
প্রসঙ্গত, শুরা খান একজন বিখ্যাত বলিউড মেকআপ শিল্পী। ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০২৩ সালে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ধুমধাম করে পালন করা হয় বিবাহ অনুষ্ঠান। বিয়ের এক বছর পরেই নতুন সদস্যের আগমনের কথা জানান এই তারকা দম্পতি।
২০২৩ সালে আরবাজের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশে আসার পরেই সমাজমাধ্যম জুড়ে ট্রোল করা হয় সলমন খানের দাদাকে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ২৩ বছরের বয়সের ফারাক থাকার ফলে একাধিকবার উপহাসের শিকার হতে হয় আরবাজকে। যদিও সেই সমস্ত ব্যাপারকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ এই নতুন দম্পতি।
এই প্রসঙ্গে বলা ভালো, ‘পাটনা শুক্লা’ নামের একটি ছবির সেটে প্রথম আলাপ হয় আরবাজ এবং সুরার। সেখান থেকেই শুরু বন্ধুত্ব এবং পরবর্তীকালে প্রেম। অবশেষে শুভ পরিণয় এবং আপাতত নতুন সদস্যের আগমন।
তবে স্বামী আবার বিয়ে করলেও পরিবারের সকলের সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে মালাইকার। মালাইকার নতুন রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল গোটা খান পরিবারকে। বিবাহ বিচ্ছেদ হলেও এখন আরবাজ এবং মালাইকা দুজনে দুজনের ভীষণ ভালো বন্ধু।