কিছুদিন আগে, সুরা খানকে মুম্বইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল, এবং নেটিজেনরা দেখেন পোশাকের তলা থেকে ফুঁটে উঠছে বেবিবাম্প। আর তারপর থেকেই, আরবাজের ফের বাবা হওয়া নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। তবে এবার আর জল্পনার জায়গা নেই, বলিউড অভিনেতা আরবাজ খান নিশ্চিত করেছেন যে তাঁর বউ সুরা খান সত্যিই গর্ভবতী এবং তিনি পিতৃত্বকে আরেকবার নতুন করে উপভোগ করা নিয়ে উত্তেজিত।
সুরার মা হতে চলা নিয়ে, আরবাজ জানান, ‘হ্যাঁ এরকম আছে। আমি এই তথ্য নাকচ করতে চাই না। আমার পরিবার জানে। কদিন পর আর পাঁচজনও জানবে। এটাই স্বাভাবিক। আর এখন তো বোঝাও যাচ্ছে। আমাদের জীবনে এটা খুব উত্তেজনার একটা সময়। খুবই আনন্দের সময়। একটা নতুন প্রাণকে জীবনে স্বাগত জানাতে আর অপেক্ষা করতে পারছি না।’
ছেলে আরহানের বয়স ২২, ফের বাবা হওয়া নিয়ে কতটা নার্ভাস সলমন খানের ভাই? অভিনেতা-প্রযোজক জানালেন, ‘যে কোনোমানুষই নার্ভাস বোধ করে। এটা আমার জন্য নতুন করে নতুন অনুভূতি। আমি উত্তেজিত। আমি খুশি এবং সামনের জন্য অধীর হয়ে আছি। এটি আমাকে সুখ আর দায়িত্বের অনুভূতি এনে দিচ্ছে।’ আরবাজ আরও জানালেন যে, ‘সন্তানকে সময় দিতে চান, সন্তানকে বড় করায় মনযোগী হতে চান, পিতৃত্বকে অগ্রাধিকার দিতে চান’।
আরবাজ এবং সুরা ২০২৩ সালের ২৪ ডিসেম্বর তারিখে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে মুম্বইয়ে অভিনেতার বোন অর্পিতা খান শর্মার বাসভবনে একটি অন্তরঙ্গ নিকাহ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন।
আরবাজ এর আগে মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন। এই দম্পতি ২০১৬ সালে পৃথক হয়ে যান এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।