বাংলা নিউজ > বায়োস্কোপ > Arbaaz Khan on step mom Helen: বাবা সেলিমের দ্বিতীয় বউ হেলেনকে কীভাবে মানিয়ে নিয়েছিল মা, জানাল সলমনের ভাই আরবাজ

Arbaaz Khan on step mom Helen: বাবা সেলিমের দ্বিতীয় বউ হেলেনকে কীভাবে মানিয়ে নিয়েছিল মা, জানাল সলমনের ভাই আরবাজ

বাবা সেলিমের হেলেনকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন আরবাজ। 

সম্প্রতি আরবাজ খানের শো 'দ্য ইনভিন্সিবলস’-এ অতিথি হিসেবে এসেছিলেন তাঁর সৎ মা হেলেন। পরে এক সাক্ষাৎকারে পরিবারে হেলেনের হঠাৎ আগমন নিয়ে কথা বলেন সলমনের ভাই আরবাজ খান। 

আরবাজ খান সম্প্রতি তাঁর সৎ মা হেলেনকে চ্যাট শো 'দ্য ইনভিন্সিবলস’-এ অতিথি হিসেবে এনেছিলেন। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে, সেলিম খানের প্রথম স্ত্রী সালমা খানের পক্ষে হেলেনকে পরিবারে গ্রহণ করাটা খুব একটা সহজ ছিল না। এক সাক্ষাৎকারে, আরবাজ হেলেনের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে খোলাখুলিভাবে কথা বলেন। সঙ্গে জানান, গোটা খান পরিবারকে একত্রিত করতে বাবা সেলিমের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। 

‘এটা খুব কঠিন ছিল, বিশেষ করে আমার মায়ের জন্য। তখন আমরা সবাই বেশ ছোট ছিলাম। যাই হোক, আমরা দেখেছি যে আমার বাবা কখনোই আমাদের অবহেলা করেননি বা আমাদের কোনও কিছু থেকে বঞ্চিত করেননি। এছাড়াও, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, এটি তাঁর জন্য কোনও তুচ্ছ জিনিস ছিল না। তিনি এটিকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে নিজের জীবনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।’, বলতে শোনা যায় আরবাজকে। আরও পড়ুন: বিকিনিতে তন্বী শর্মিলা! প্রেমিকার এই ছবি দেখে পতৌদির প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য

ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরবাজ বলেন, ‘দুই বউ যাদের একে-অপরের সঙ্গে ভাব রয়েছে এবং সন্তান যারা বি্যাপারচা মেনে নিয়েছে, এসব নিয়ে সংসার করাটা একসঙ্গে খুব একটা সহজ ছিল না। এটি কী, কীভাবে, এবং কেন কাজ করেছে বলা খুব মুশকিল। তবে আমার মনে হয় আমাদের সততা এসবে অনেক সাহায্য করেছে।’ আরও পড়ুন: হার্ট অ্যাটাক হল সুস্মিতা সেনের, করাতে হল অ্যাঞ্জিওপ্লাস্টি

আরবাজ আরও জানান যে তাঁদের বাবা সবাইকে নিয়ে একটি সুখী পরিবার হিসেবে থাকতে চেয়েছে। আর তাই তিনি, তাঁদের মা, সলমন-সোহেলও ঠিক করেন এই ব্যাপারে বাবাকে সঙ্গ দেবেন। ‘একটা সময়ের পর গিয়ে সমস্তটাই ধীরে ধীরে হয়ে গিয়েছে’, বলেন সলমনের ভাই। সঙ্গে পরিবারের স্তম্ভ হিসেবে দেখান বাবা সেলিমকে। 

প্রসঙ্গত, ১৯৮১ সালে বলিউড অভিনেত্রী তথা নৃত্য়শিল্পী হেলেনকে বিয়ে করেন চার সন্তানের বাবা সেলিম খান। বড় ছেলে সলমনের বয়স তখন ১৬। আরবাজের শো-'দ্য ইনভিন্সিবলস’-এই সেলিম জানান, প্রথমে কঠিন হয়ে পড়েছিল পরিস্থিতি। কয়েকমাস তাঁর সঙ্গে কথাও বলেনি পরিবার। পরে সকলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় এবং বাচ্চারা এখন তাঁকে হেলেন আন্টি বলে ডাকে। পরিবারের যে কোনও ছবিতে এখন হেলেন আন্টির থাকাটা মাস্ট।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন