মালাইকা অরোরা এবং আরবাজ খান, দীর্ঘ ১৭ বছরের বিবাহ জীবন শেষ করে বেশ কয়েক মাস হল বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তাঁরা। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক যেমন গুঞ্জন তৈরি করেছিল তেমন অন্যদিকে আরবাজও বেছে নিয়েছেন নিজের নতুন জীবন সঙ্গিনীকে।
সাধারণত বাবা মায়ের বিবাহবিচ্ছেদ হলে তাঁর প্রভাব পড়ে গোটা পরিবারের ওপর, বিশেষ করে সন্তানের ওপর। কিন্তু মালাইকা এবং আরবাজের ডিভোর্স হয়ে গেলেও তার বিন্দুমাত্র প্রভাব যে পরিবারের কোনও সদস্যের ওপর পড়েনি, তা প্রমাণ হয়ে গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে।
আরও পড়ুন: ভিন ধর্মে বিয়ে করে হন ট্রোলিং-এর শিকার, মা হলেন টেলিপর্দার 'গোপী বহু' দেবলীনা, ছেলে হল নাকি মেয়ে?
আরও পড়ুন: দেখানো হচ্ছে অশ্লীল কনটেন্ট, ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র, কারা সেই তালিকায়?
যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মালাইকার নতুন রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছেন গোটা খান পরিবার। প্রথমেই গাড়ি থেকে নামতে দেখা যায় হেলেনকে, নাতি আরহানের সঙ্গে তিনি হাসিমুখে গাড়ি থেকে নামেন। শুধু তাই নয়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে নাতির সঙ্গে বেশ কয়েকটি ছবিও তুলে নেন তিনি।
তবে শুধু হেলেন নয়, সালমা খানকেও উপস্থিত থাকতে দেখা যায় এদিন মালাইকার নতুন রেস্টুরেন্টে। তবে উপস্থিত থাকতে দেখা যায় না সলমন খান অথবা সেলিম খানকে। বোঝাই যাচ্ছে, সকলে মিলেই লাঞ্চ করতে এসেছেন প্রাক্তন বৌমার রেস্টুরেন্টে। তবে সব থেকে চমক ছিল ভিডিয়োর ঠিক মাঝখানে। সকলের সঙ্গে আরবাজকেও দেখা গেল এদিন।
আরহান ছাড়াও দেখা যায় তাঁর ভাই নির্বাণকেও। পরিবারের সকলকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য রেস্টুরেন্টে উপস্থিত থাকতে দেখা যায় মালাইকাকেও। একটি কালো রঙের টু-পিস পরে তিনি এদিন খান পরিবারের সকলকে স্বাগত জানানোর জন্য এসেছিলেন রেস্টুরেন্টে।
আরও পড়ুন: উদয়ের কাছে টিআরপিতে হারল আদৃত! কড়া টক্করে টপার হল এই মেগা, কথা-র কী হাল
আরও পড়ুন: টপলেস ছবি তুলে গ্রেপ্তার, বাঙালি প্রেমিকের কারণে মাদক কেসে নাম জড়ায় মমতা কুলকার্নির, কে ছিল ভিকি
প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রার পালি হিলে স্কারলেট হাউস নামে একটি নতুন রেস্টুরেন্ট খোলেন মালাইকা এবং আরহান। বান্দ্রার একটি ৯০ বছরের পুরনো ইন্দো-পর্তুগিজ বাংলোর ভেতরে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টে ঢুকলেই আপনি দেখতে পাবেন কাঠের করি বর্গার, বেশ কিছু সুন্দর ঝাড়বাতি, কাঁচের জানলা, যেখান থেকে সূর্যরশ্মি সরাসরি প্রবেশ করছে রেস্টুরেন্টে। সব মিলিয়ে এক কথায় পুরনো দিনের ঐতিহ্যকে মাথায় রেখেই রেস্টুরেন্টটি সাজানো হয়েছে।