তাঁর সঙ্গে রজার ফেডেরারের চেহারার মিল নিয়ে চর্চা কম হয়নি। কেউ কেউ তো মজার গল্পও লিখে ফেলেছেন তাঁদের দু’জনের জন্মের কাহিনি নিয়ে। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় অহরহই মজা চলতে থাকে। কিন্তু সেই মিম-সৃষ্টিকর্তাদের তালিকায় যে খোদ আরবাজই ঢুকে পড়বেন, তা কে জানত! হালে তেমনই হল। নিজের চেহারার সঙ্গে ফেডেরারের চেহারার সাযুজ্য নিয়ে রসিকতায় মাতলেন আরবাজ নিজেই। এবং সেটিও একটি বিজ্ঞাপনের জন্য। সেখানে এসে বললেন, তিনিই নাকি রজার ফেডেরার। তার পরে দেখালেন ‘বীভৎস’ টেনিস।
হালে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন আরবাজ খান। এই বিজ্ঞাপনের শুরুতেই আরবাজকে বলতে দেখা যায়, ‘আমি টেনিস লেজেন্ড রজার ফেডেরার। আর আমি এই ভাবে দুনিয়ের সেরা খেলোয়াড় হয়েছি।’ এর পরে তিনি টেনিসের নানা কসরত করে দেখান। আর সেটি দেখেই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।
হাসানোর জন্যই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। এবং সেই উদ্দেশ্যে নির্মাতারা সফল। টেনিসের যা সব কায়দা আরবাজ দেখান, তাঁর সেই রসিকতা ভালো লেগেছে অনেকেরই। আর সেই কারণেই বিপুল পরিমাণে শেয়ার হয়েছে ভিডিয়োটি।
অনেকেই এই ভিডিয়োর তলায় মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, রজার ফেডেরারের উচিত এই বিজ্ঞাপনটি দেখা। তিনি নিজেও দারুণ মজা পাবেন এটি দেখে। কেউ আবার লিখেছেন, এত দিন আরবাজ এবং ফেডেরারের চেহারার মিল নিয়ে মজা করা হত, তাতে যে আরবাজ নিজেই অংশ নেবেন, তা ভাবে যায়নি। কেউ আবার বলেছেন, ফেডেরারের এবার একটি বিজ্ঞাপন করা উচিত, যেখানে এসে বলবেন, তিনিই আরবাজ খান।