অভিনেতা-প্রযোজক আরবাজ খান ২০২৩ সালের ২৪ ডিসেম্বর মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন। আরবাজের বোন অর্পিতা খানের মুম্বইয়ের বাসভবনে নিকার আসর বসেছিল। বলা বাহুল্য, বিয়ের পর থেকে পাপারাৎজিদের ফেভারিট নবদম্পতি। বৃহস্পতিবার ছিল সুরার জন্মদিন। আরবাজ ইনস্টাগ্রামে নিজের এবং ‘বাচ্চা’ বউয়ের একটি নতুন ছবি শেয়ার করে নেন। এরপর রাতে দুজনকে একসঙ্গে দেখা যায় েকটি পার্টিতে প্রবেশ করতে।
সাদা পোশাকে টুইনিং করার একটি ছবি আরবাজ শেয়ার করেন বউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। দীর্ঘ বার্তায় সলমনের ভাই লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা সুরা (হার্ট ইমোজি)। তোমার মতো করে কেউ আমাকে হাসায় না। তুমি আমার জীবনকে আলোকিত করেছ। আমি তোমার সঙ্গে বুড়ো হওয়ার, উপসস আরও বুড়ো আর কী, থুরথুরে বুড়ো হওয়ার অপেক্ষায় রয়েছি। উফ যখন মহাবিশ্ব আমাদের একত্রিত করেছিল, তখন এটি আমার সঙ্গে ঘটে যাওয়া সেরা জিনিস ছিল। প্রথম দিন থেকেই আমি জানতাম যে আমি আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই। তুমি তোমার সৌন্দর্য ও উদারতা দিয়ে আমাকে বিস্মিত করেছ। প্রতিদিন আমি উপলব্দি করি যে, তোমাকে 'কুবুল হ্যায়' বলাটাই আমার মুখ থেকে বেরিয়ে আসা সেরা শব্দ ছিল। তোমাকে অনেক ভালোবাসি।’
রাতে অবশ্য সুরা আর আরবাজকে পাওয়া গেল পার্টি মুডে। এখনও পাপারাৎজিদের দেখলে বেশ লজ্জা পান সুরা। জন্মদিনে পরেছিলেন লাল রঙের কো-অর্ড ড্রেস। আরবাজের হাত ধরে ফোটোগ্রাফারদের সামনে ছবির জন্য পোজ দেন একসঙ্গে। এরপর যখন সেখানে উপস্থিত পাপারাজ্জোরা যখন ‘হ্যাপি বার্থ ডে’ গান করেন, তখন ধন্যবাদ জানান বার্থ ডে গার্ল। তবে সকলে মিলে ‘ভাবি’ বলে ডাকতেই, লজ্জায় লাল হয়ে যায় গাল।
আরবাজের প্রথম বিয়ে মালাইকা আরোরার সঙ্গে। তবে ১৯ বছরের সংসার ভাঙে ২০১৭ সালে। যদিও ছেলে আরহানের মা-বাবা হওয়ার দায়িত্ব পালন করছেন একসঙ্গেই। এমনকী, ছেলের সূত্র ধরে এখনও একত্রিত হন তাঁরা।
আরবাজ আর সুরার বিয়েতে মালাইকা না থাকলেও, ছিলেন সুরা। দুই ভাই সলমন-সোহেল, মা, বাবা সেলিম-সালমা-সহ গোটা খান পরিবার ছিল সেই একান্ত অনুষ্ঠানে। বিচ্ছেদের পর আরবাজের সম্পর্ক হয়েছিল বিদেশিনী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে। যদিও সেই সম্পর্ক ভাঙে ২০২২ সালেই। অন্য দিকে, মালাইকা এখন সম্পর্কে রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে।