আরবাজ খান এবং তার স্ত্রী শুরা খান রবিবার একটি মিষ্টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন শুরা। স্বাবতই খান পরিবারে এখন উৎসবের আমেজ। খুশি আরবাজের প্রথম সন্তান আরহান খানও। মালাইকা ও আরবাজের ছেলে আরহানের বয়স বর্তমানে ২২ বছর। সৎ মা সন্তানের জন্ম দিতেই হাসপাতালে ছুটলেন আরহান খান। পাপারাজ্জিদের থেকে পাওয়া শুভেচ্ছা আরহান হাসিমুখে গ্রহণ করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
আরবাজ ও শুরার বিয়ের পর থেকেই সৎ মায়ের সঙ্গে ভালো সম্পর্ক আরহানের। বহুবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে নানা অনুষ্ঠানে। আরহানের মুখের চওড়া হাসি দেখে রীতিমতো হতবাক নেটপাড়া। প্রসঙ্গত, আরবাজের দ্বিতীয় বিয়েতেও হাজির ছিলেন ছেলে আরহান।
একজন কমেন্টে লিখেছেন, ‘ও তো সত্যিই খুব খুশি। অপ্রস্তুতও নয় একেবারে। দেখেও ভালো লাগছে’। আরেকজন আবার মস্করা করে লেখেন, ‘ওর তো নিজেরই বাবা হওয়ার বয়স, আর এই বয়সে এসে দাদা হয়েছে।’ তৃতীয়জন লিখলেন, ‘হ্যাটস অফ টু দেয়ার ফ্যামিলি বন্ডিং। সত্যিই আমরা এসব ভাবতে পারি না’।
আরবাজ এবং শুরা প্রায় এক বছর একে অপরের সঙ্গে ডেট করার পর ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেন। বিয়ের প্রায় দুই বছর পর শুরা একটি মিষ্টি মেয়ের জন্ম দিয়েছেন। তাঁর ভাই সোহেল খানেরও দুটি ছেলে আছে। সলমন এখনও বিয়েই করেননি। তাই খান বাড়িতে জন্ম নেওয়া এই মেয়ে দাদাদের আদরের বোন হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ডেলিভারির পর শুরা এবং তার মেয়ে একদম ঠিক আছে। দু-একদিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছাড়া হবে।