২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০২৩ সালে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ধুমধাম করে পালন করা হয় বিবাহ অনুষ্ঠান। বিয়ের এক বছর পরেই নতুন সদস্যের আগমনের কথা জানান এই তারকা দম্পতি।
গতকাল অর্থাৎ ৪ অক্টোবর আরবাজ খান এবং তাঁর স্ত্রী সুরাকে দেখতে পাওয়া যায় হিন্দুজা হাসপাতালের সামনে। শুধু এই তারকা দম্পতি নয়, হাসপাতালে উপস্থিত ছিলেন খান পরিবারের আরও সদস্যরা। ভাইরাল সেই ভিডিয়ো থেকে স্পষ্ট, শীঘ্রই সুসংবাদ জানাবেন আরবাজ ও সুরা।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
সুরাকে হাসপাতালে ভর্তি করিয়ে বেশ কিছুক্ষণ হাসপাতালের বাইরেই অপেক্ষা করতে দেখা যায় আরবাজকে। এদিন অভিনেতা পরেছিলেন একটি সাদা রঙের টিশার্ট এবং কালো রঙের জিন্স।
কিছুদিন আগেই ধুমধাম করে পালন করা হয় আরবাজের বর্তমান স্ত্রীর সাধভক্ষণের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন, সোহেল, আরহান খান, অর্পিতা সহ পরিবারের বাকি সদস্যরা। এই দিন হলুদ রঙের একটি পোশাকে সেজেছিলেন হবু বাবা মা।
প্রসঙ্গত, ২০২৩ সালে আরবাজের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশে আসার পরেই সমাজমাধ্যম জুড়ে ট্রোল করা হয় সলমন খানের দাদাকে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ২৩ বছরের বয়সের ফারাক থাকার ফলে একাধিকবার উপহাসের শিকার হতে হয় আরবাজকে। যদিও সেই সমস্ত ব্যাপারকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ এই নতুন দম্পতি।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
এই প্রসঙ্গে বলা ভালো, ‘পাটনা শুক্লা’ নামের একটি ছবির সেটে প্রথম আলাপ হয় আরবাজ এবং সুরার। সেখান থেকেই শুরু বন্ধুত্ব এবং পরবর্তীকালে প্রেম। অবশেষে শুভ পরিণয় এবং আপাতত নতুন সদস্যের আগমনের জন্য অপেক্ষা।
তবে স্বামী আবার বিয়ে করলেও পরিবারের সকলের সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে মালাইকার। মালাইকার নতুন রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল গোটা খান পরিবারকে। বিবাহ বিচ্ছেদ হলেও এখন আরবাজ এবং মালাইকা দুজনে দুজনের ভীষণ ভালো বন্ধু।