বাংলা নিউজ > বায়োস্কোপ > বর্তমান স্ত্রীকে নিয়ে প্রাক্তনের বাবার শেষকৃত্যে হাজির আরবাজ!

বর্তমান স্ত্রীকে নিয়ে প্রাক্তনের বাবার শেষকৃত্যে হাজির আরবাজ!

প্রাক্তনের বাবার শেষকৃত্যে হাজির আরবাজ!

Arbaaz-Sshura at Malaika's Father's Last Rites: বুধবার ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা আরোরার বাবা অনিল মেহতা। সেই খবর পেয়ে তৎক্ষণাৎ পুনে থেকে ছুটে আসেন অভিনেত্রী। কঠিন সময় পাশে এসে দাঁড়ান প্রাক্তন আরবাজও। বৃহস্পতিবার অনিল মেহতার শেষকৃত্যে বর্তমান স্ত্রীকেও নিয়ে এলেন তিনি।

বুধবার ১১ সেপ্টেম্বর ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা আরোরার বাবা অনিল মেহতা। সেই খবর পেয়ে তৎক্ষণাৎ পুনে থেকে ছুটে আসেন অভিনেত্রী। কঠিন সময় পাশে এসে দাঁড়ান প্রাক্তন আরবাজও। বৃহস্পতিবার অনিল মেহতার শেষকৃত্যে বর্তমান স্ত্রীকেও নিয়ে এলেন তিনি।

আরও পড়ুন: 'তুমি ভালো খেল...' শ্রীতমার প্রশংসা শুনে লজ্জায় লাল রাহুল! দিদি নম্বর ১-এ রচনার বলা কথা মতো প্রেম করছেন দুজনে?

কী ঘটেছে?

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা আরোরার সৎ বাবা অনিল কুলদীপ মেহতা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য হবে। অভিনেত্রীর এই কঠিন সময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক বন্ধু। বাদ যাননি আরবাজ খানও। হ্যাঁ, আরবাজ এবং তাঁর দীর্ঘ সময়ের আগে বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে এখনও সুসম্পর্ক বজায় আছে, তাঁরা একে অন্যের ভালো বন্ধুও হন। তাই এদিন মালাইকার বাবার শেষকৃত্যের সময় বর্তমান স্ত্রী সুরা খানের সঙ্গে সেখানে আসতে দেখা যাবে আরবাজকে।

কেবল আরবাজ নন। খান পরিবারের অনেকেই এদিন মালাইকার পাশে এসে দাঁড়ান। সেলিম খান, সালমা খান, সোহেল খান, আলভিরা অগ্নিহোত্রী, সহ অন্যান্যরাও এসেছিলেন।

এদিন দাদুর শেষকৃত্যের সময় তাঁর দেহ যখন নিয়ে যাওয়া হয়, মালাইকার ছেলে দিদিমা জয়েস পলিকার্পকে আগলে রাখেন। প্রাক্তন স্বামীর মৃত্যুতে ভীষণই ভেঙে পড়তে দেখা যায় অভিনেত্রীর মাকে। প্রসঙ্গত, মালাইকা যখন খুব ছোট তখনই ডিভোর্স হয়ে যায় তাঁর মা এবং অনিল মেহতার। কিন্তু বিগত কয়েক বছর ধরে তাঁরা আবার একসঙ্গে থাকছিলেন।

আরও পড়ুন: 'বাড়ি থেকে পেট পরিষ্কার করে আসবেন', 'বিকৃত'ভাবে বেণীমাধব পাঠ করে কটাক্ষের শিকার গৌতম! জবাবে বললেন...

আরও পড়ুন: 'পোস্টটি আর আমাদের মধ্যে নেই', প্রতিবাদে পথে নামার হুমকি দিয়েও পোস্ট ডিলিট! শ্রীজাতকে তুলোধোনা ঝিলমের

কী জানা গিয়েছে অনিল মেহতার মৃত্যু প্রসঙ্গে?

মুম্বই পুলিশের তরফে এই বিষয়ে জানানো হয়েছে প্রাথমিক অনুসন্ধানের পর তাঁদের মনে হয়েছে অনিল মেহতা আত্মহত্যাই করেছেন। কিন্তু কেন সেই কারণ এখনও স্পষ্ট নয়। এমনকি কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালাইকা আরোরার বাবার দেহ। পুলিশের তরফে এই কেসটি সমস্ত অ্যাঙ্গেল দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে এদিন মালাইকার মা জয়েস পলিকার্প জানান অনিল মেহতা রোজ সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। এদিনও তাই করছিলেন। কিন্তু বুধবার সকালে তিনি ঘরের মধ্যে অনিলের হাওয়াই চপ্পল দেখলেও তাঁকে দেখতে পান না। তখন বারান্দায় এসে খোঁজেন। সেখানেও তাঁকে না দেখে নিচ্ছে ঝুঁকে দেখতে গেলে দেখে নিচে পড়ে রয়েছে মালাইকার বাবার নিথর দেহ।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও ধর্মার সব ছবির প্রি-রিলিজ স্ক্রিনিং বন্ধ করল করণ, জিগরা মুক্তির আগেই সিদ্ধান্ত LGBTQ+ প্রাইড প্যারেডস আর স্পনসর করবে না টয়োটা! কেন? জয়নগরকাণ্ডে কি সত্যি যৌন হেনস্থা হয়েছিল নাবালিকার? সামনে ময়নাতদন্তের রিপোর্ট Unknown Facts: এই মাছের ঠোঁট তোতাপাখির মতো, মানুষের চেয়ে এর দাঁতও শক্তপোক্ত বিশ্বকাপের পরেই তিন ম্যাচের WODI সিরিজ খেলতে ভারতে আসছে নিউজিল্যান্ড, দেখুন সূচি ২০৩১ সালের মধ্যে বার্ষিক ৩০ লক্ষ টাকার বেশি আয় করবে ১১.৩ কোটি পরিবার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.