বুধবার ১১ সেপ্টেম্বর ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা আরোরার বাবা অনিল মেহতা। সেই খবর পেয়ে তৎক্ষণাৎ পুনে থেকে ছুটে আসেন অভিনেত্রী। কঠিন সময় পাশে এসে দাঁড়ান প্রাক্তন আরবাজও। বৃহস্পতিবার অনিল মেহতার শেষকৃত্যে বর্তমান স্ত্রীকেও নিয়ে এলেন তিনি।
কী ঘটেছে?
মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা আরোরার সৎ বাবা অনিল কুলদীপ মেহতা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য হবে। অভিনেত্রীর এই কঠিন সময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক বন্ধু। বাদ যাননি আরবাজ খানও। হ্যাঁ, আরবাজ এবং তাঁর দীর্ঘ সময়ের আগে বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে এখনও সুসম্পর্ক বজায় আছে, তাঁরা একে অন্যের ভালো বন্ধুও হন। তাই এদিন মালাইকার বাবার শেষকৃত্যের সময় বর্তমান স্ত্রী সুরা খানের সঙ্গে সেখানে আসতে দেখা যাবে আরবাজকে।
কেবল আরবাজ নন। খান পরিবারের অনেকেই এদিন মালাইকার পাশে এসে দাঁড়ান। সেলিম খান, সালমা খান, সোহেল খান, আলভিরা অগ্নিহোত্রী, সহ অন্যান্যরাও এসেছিলেন।
এদিন দাদুর শেষকৃত্যের সময় তাঁর দেহ যখন নিয়ে যাওয়া হয়, মালাইকার ছেলে দিদিমা জয়েস পলিকার্পকে আগলে রাখেন। প্রাক্তন স্বামীর মৃত্যুতে ভীষণই ভেঙে পড়তে দেখা যায় অভিনেত্রীর মাকে। প্রসঙ্গত, মালাইকা যখন খুব ছোট তখনই ডিভোর্স হয়ে যায় তাঁর মা এবং অনিল মেহতার। কিন্তু বিগত কয়েক বছর ধরে তাঁরা আবার একসঙ্গে থাকছিলেন।
কী জানা গিয়েছে অনিল মেহতার মৃত্যু প্রসঙ্গে?
মুম্বই পুলিশের তরফে এই বিষয়ে জানানো হয়েছে প্রাথমিক অনুসন্ধানের পর তাঁদের মনে হয়েছে অনিল মেহতা আত্মহত্যাই করেছেন। কিন্তু কেন সেই কারণ এখনও স্পষ্ট নয়। এমনকি কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালাইকা আরোরার বাবার দেহ। পুলিশের তরফে এই কেসটি সমস্ত অ্যাঙ্গেল দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে এদিন মালাইকার মা জয়েস পলিকার্প জানান অনিল মেহতা রোজ সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। এদিনও তাই করছিলেন। কিন্তু বুধবার সকালে তিনি ঘরের মধ্যে অনিলের হাওয়াই চপ্পল দেখলেও তাঁকে দেখতে পান না। তখন বারান্দায় এসে খোঁজেন। সেখানেও তাঁকে না দেখে নিচ্ছে ঝুঁকে দেখতে গেলে দেখে নিচে পড়ে রয়েছে মালাইকার বাবার নিথর দেহ।