বাংলা নিউজ > বায়োস্কোপ > Arbaaz Khan: একই ছবিতে দেখা যেতে পারে সলমন-সোহেল-আরবাজকে! বড় তথ্য ফাঁস করলেন আরবাজ

Arbaaz Khan: একই ছবিতে দেখা যেতে পারে সলমন-সোহেল-আরবাজকে! বড় তথ্য ফাঁস করলেন আরবাজ

সলমন খান, সোহেল খান এবং আরবাজ খান

Arbaaz Khan: তবে বহু বছর আগে একবার করণ জোহরের ‘কফই উইথ করণ’-এর কাউচে একসঙ্গে হাজির হয়েছিলেন সলমন খান, সোহেল খান এবং আরবাজ খান। এরই মধ্যে আরবাজ ফাঁস করেন, একটা পরিকল্পনা রয়েছে। তাঁরা তিন ভাই একসঙ্গে একই ছবিতে কাজ করতে পারেন।

একসঙ্গে কোনও ছবিতে এখনও পর্যন্ত দেখা যায়নি সলমন খান, সোহেল খান এবং আরবাজ খানকে। তবে বহু বছর আগে একবার করণ জোহরের ‘কফই উইথ করণ’-এর কাউচে একসঙ্গে হাজির হয়েছিলেন তিন ভাই। বিগত কয়েক বছরে বেশ কয়েক জায়গায় দুই ভাইয়ের একসঙ্গে স্ক্রিন অ্যাপিয়ারেন্স দেখা গেলেও, এই ত্রয়ীকে একসঙ্গে দেখা যায়নি কখনও।

তিন ভাই নাকি এক জায়গায় হলেও তাঁদের মধ্যে সিনেমা নিয়ে প্রচুর আলোচনা হয়। সম্প্রতি হিন্দুস্তান টাইমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছেন, ‘আমরা যে যেই কাজ করি, এক জায়গায় হলে বেশিরভাগ সময় সেই সব কাজ নিয়ে আলোচনা হয়। আমরা যখন দেখা করি, শ্যুটিং কেমন চলছে, কতগুলি শিডিউল বাকি আছে, কবে মুক্তি পাচ্ছে, গানগুলি কী ইত্যাদি নিয়ে আলোচনা হয়। একে অপরকে জিজ্ঞেস করি কে কী কাজ করছি। এভাবে একে অপরের বিষয় জানতেও পারি।'

আরবাজের কথায়, এভাবে ছাড়া খুব একটা তাঁরা একে অপরের বিষয় জানতে পারেন না, ‘অনেকে মনে করেন আমরা ভিতরে ভিতরে হয়তো সবাই সবার ব্যাপারে জানি, বিষয়টা তেমন নয়। আমাদের প্রত্যেকেরই নিজস্ব জীবন আছে। নিজেদের আরও অনেক কাজ রয়েছে।’

আরও পড়ুন: ‘হাত মুচড়িয়ে হাত ধরার চেষ্টা করে..’, ঐন্দ্রিলার সবথেকে বড় মানসিক জোর সব্যসাচী

তিনি আরও বলেছেন, ‘ভাইয়ের (সলমন) ছবির সব তথ্য হয়তো গোপনীয় রাখা উচিত, তাই বলা হয় না অনেকেই এটা মনে করেন। তবে তেমনটা নয়। আমরাও এটাকে অন্য সবার সঙ্গে বসে দেখি। এর কারণ আমরা কখনওই চাই না, আমাদের ভাইবোনরা এমন কিছু দেখুক যা দেখার মতো প্রস্তুত হয়নি।’

আরবাজ আরও বলেছেন, ‘আমাদের মধ্যে সিনেমা নিয়ে শুধু যে আলোচনা হয় তেমনটা নয়। যে কোনও পরিবারের মতো, আমরা সবাই একে অপরের সঙ্গে মজা করি, ঠাট্টা করি। যে কোনও পরিবারের মতো সাধারণ বিষয় এটি।’ 

এরই মধ্যে অভিনেতা ফাঁস করেন, একটা পরিকল্পনা রয়েছে। হয়তো ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে। তাঁরা তিন ভাই একসঙ্গে একই ছবিতে কাজ করতে পারেন। আরবাজের কথায়, ‘হ্যাঁ, এর একটা বড় সম্ভাবনা আছে। যদি সুযোগ আসে আমরা লুফে নেব। এটাও ঠিক এই মুহূর্তে, আমরা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একটা সময় আসবে যখন শেষ পর্যন্ত সোহেল, সলমন এবং আমি একটা কিছু জন্য একসঙ্গে কাজ করব। খুব দেরি নেই সেইটার, আশা করছি তাই।’ অভিনেতাকে শীঘ্রই তানাভ-এ দেখা যাবে। ১১ নভেম্বর থেকে SonyLiv-এ স্ট্রিমিং হবে।

 

 

বন্ধ করুন