কিছুদিন আগেই দুর্ঘটনার শিকার হয়েছিলেন অর্চনা পুরন সিং। আপাতত তিনি অনেকটাই সুস্থ। সম্প্রতি স্বামী এবং দুই সন্তানের সঙ্গে তিনি পাও ভাজি খেতে গিয়েছিলেন একটি হোটেলে। সেখানে আচমকাই এক ওয়েটারের নকল করতে শুরু করেন আর্যমান, যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ওয়েটার ঠিক যেভাবে অর্ডার নেন, মেনু বলেন, ঠিক সেইভাবে অবিকল ওয়েটারের নকল করতে দেখা যায় আর্যমানকে। খুব সাদামাটা পোশাক এবং একটি স্লিং ব্যাগ নিয়েছিলেন কাঁধে। আর্যমানের নিখুঁত অভিনয় শুধুমাত্র তাঁর পরিবারকে আনন্দ দিয়েছে তা নয়, মন ভরে গেছে, নেট দুনিয়ার বাসিন্দাদেরও।
আরও পড়ুন: ‘আমি আমার মুখ নিয়ে…’, প্লাস্টিক সার্জারির গুজব নিয়ে এবার মুখ খুললেন অবনীত
আরও পড়ুন: 'বলিউড তারকারা কখনওই এই কাজ…', আল্লু অর্জুনের কোন ব্যবহার মুগ্ধ করেছিল গণেশকে?
আর্যমানের এই ভিডিয়ো দেখে এক নেটিজেন লিখেছেন, ‘দুর্দান্ত অভিনয়।’ অন্য একজন লিখেছেন, ‘অন্যান্য তারকা সন্তানদের থেকে অনেক ভালো আপনি।’ আর একজন মন্তব্য করে লিখেছেন, ‘যেহেতু বাবা মা দুজনেই অভিনেতা, তাই খুব স্বাভাবিকভাবেই সেই গুণ সন্তানদের মধ্যেও থাকে।’
আর্যমানের অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘উচ্চারণ এবং অভিনয় সবকিছু ভীষণ সুন্দর।’ পরেশ রাওয়ালের চরিত্রের কথা টেনে এনে একজন লিখেছেন,' পরবর্তী বাবু ভাইয়া পেয়ে গেছি আমরা।' তবে অসাধারণ অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও আর্যমান কিন্তু অভিনেতা হতে চান না, তিনি হতে চান একজন গায়ক।
আরও পড়ুন: নেই রক্তের সম্পর্ক, তাও তামান্না-বিজয়কে কেন ‘গডপ্যারেন্ট’ মনে করেন রাশা?
আরও পড়ুন: যৌন নিগ্রহ থেকে মৌখিক নির্যাতন, ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক তুলে ধরলেন অবনীত?
গত ১৩ জানুয়ারি তাঁর মিউজিক ভিডিয়ো ‘ছোটি বাতে’ মুক্তি পায়, যেটি পরিচালনা করেন তাঁর ভাই আয়ুষ্মান শেট্টি। বোঝাই যাচ্ছে, বাবা-মা অভিনেতা হলেও ছেলে কিন্তু অভিনয় জগতে নিজের নাম তৈরি করতে চান না, বরং তিনি গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।