এই মুহূর্তে ভারতীয় ছোটপর্দার অন্যতম সফল শো-এর নাম জিজ্ঞেস করা হলে, অধিকাংশ দর্শকের মুখেই উঠে আসবে 'দ্য কপিল শর্মা শো'-এর নাম। এতটাই জনপ্রিয়তা এই শো-এর। তাই এই শো থেকে যে বেশ মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক হিসেবে কপিল পান, এতে আর আশ্চর্যের কী। কানাঘুষোয় শোনা যায়, সেই টাকার অঙ্কের পরিমাণ নাকি এতটাই যে তা অনায়াসেই টেক্কা দিতে পারে বলিউডের প্রথম সারির নায়কদের সাম্মানিক-কেও! প্রায়শই প্রকাশ্যে মজা ছলে কপিলের বিরাট অঙ্কের পারিশ্রমিক পাওয়া নিয়ে তাঁর পিছনে লাগেন শো-এর অন্যান্য অভিনেতা থেকে শুরু করে অথিতিরা। এবার অর্চনা পূরণ সিং তো সরাসরি তো কপিলকে 'ডাকাত' বলে ডেকে উঠলেন! কারণ? তাঁর মতে, কপিল সোনি চ্যানেল কর্তৃপক্ষকে লুঠ করছে!
সম্প্রতি, 'দ্য কপিল শর্মা শো'-এর 'নাদিয়াদওয়ালা স্পেশ্যাল' পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিপাড়ার প্রখ্যাত প্রযোজক নাদিয়াদওয়ালা অ্যান্ড গ্র্যান্ডসনস' সংস্থার অন্যতম বলি-তারকারা। সেই অতিথির তালিকায় হাজির ছিলেন সস্ত্রীক সাজিদ নাদিয়াদওয়ালা-ও। তাঁকে সঙ্গ দিয়েছিলেন কৃতি শ্যানন, টাইগার শ্রফ, আহান শেট্টির মতো বলিউডের সব জনপ্রিয় মুখ। সেই পর্বেরই একটি বিহাইন্ড দ্য সিনস ভিডিয়োতে দেখা যাচ্ছে কপিল বলছেন, 'ছোটবেলায় আমরা সবাই বিভিন্ন রকমের জিনিসপত্র দেখি আর নানান খেয়ালে হারিয়ে যাই। যেমন ধরুন, ছোটবেলায় 'শোলে' দেখে ইচ্ছে হয়েছিল বড় হয়ে আমিও ডাকাত হব!'
কপিলের কথা শেষ হতে না হতেই অর্চনা বলে ওঠেন, 'ডাকু-ই তো হয়েছিস তুই। সোনি চ্যানেলকে যেভাবে লুঠছিস তাতে ডাকাত ছাড়া তোকে আর কী বলব?' হাসতে হাসতেই অর্চনাকে কপিলের পাল্টা জবাব, 'ওহ, আমি একই বুঝি সোনি-কে লুঠছি? আপনি তো এখানে শুধু লাঞ্চ করতে আসেন?' কপিলের মুখে এহেন কথা শুনে ততক্ষণে হেসে কুটিপাটি সব অর্চনা সহ সব অতিথিরা। তাঁদের সঙ্গে যোগ দিতে দেখা গেল শো-এর উপস্থিত দর্শকদেরও।