‘দ্য কপিল শর্মা শো’তে সবসময়ই মস্করা করা হয় অর্চনা পূরণ সিং-র সাথে নবজ্যোত সিং সিধুকে নিয়ে। তবে সেখানে সেসব হেসে উড়িয়ে দিলেও, দর্শকদের বানানো মিমে খচে লাল অর্চনা। তিনি বিরক্ত কেন সিধুর সাথে কিছু হলেই তাঁকে ঘিরে মিম বানানো হয়। অর্চনা জানালেন মানুষের মনে এমন একটা ধারণা তৈরি হয়েছে যেন সিধু কপিলের শো-তে ফিরে এলে তাঁর কাজে আর করার মতো কোনও কাজ থাকবে না!
সম্প্রতি পঞ্জাব ভোটে হেরেছেন সিধু। আর ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই বাজারে ছেয়ে যায় মিম। সেখানে বলা হয়, কীভাবে সিধু রাজনীতিতে ভালো ফল করতে না পেরে ফেরত আসবেন কপিলের শো-তে! আর তখন কাজ চলে যাবে অর্চনার।
TOI-কে দেওয়া সাক্ষাৎকারে অর্চনা জানিয়েছেন, এই ধরনের মিম তাঁর জন্য নতুন নয়। বলেন, ‘এগুলো আমার গায়ে লাগে না। কারণ এসব তো আর প্রথম হচ্ছে না আমার সাথে। আমার ভাবতে অবাক লাগে একটা মানুষ যে শো ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছে তাঁকে বারবার টেনে এনে আমার সাথে তুলনা করা হয়। আমার সাথে রাজনীতির কোনও যোগ নেই। শো-তে আমার নির্দিষ্ট যে কাজ, সেটাই করছি আমি। তাও অবাক লাগে যখনই সিধুর সাথে কিছু হয়, আমাকে নিয়ে মিম বানানো হয়।’
অর্চনা আরও বলেন তিনি কখনও ভাবেন না যে তিনি সবসময় কপিল শর্মা শো-র বিচারকের এই কুর্সি ধরে রাখবেন। তাঁকে বলতে শোনা যায়, ‘যদি সিধু কখনও ফেরত আসতে চায়, বা শো-র নির্মাতারা তাঁকে ফেরত আনতে চায়, আমি কেন এখানে থাকব। আমি আবার অন্য প্রোজেক্ট খুঁজে নেব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবার একটা ধারণা হয়ে গিয়েছে যে আমার যেন এটা ছাড়া জীবনে আর কোনও কাজই নেই।’