বাংলা নিউজ > বায়োস্কোপ > নওয়াজ ‘মেয়ে’ সেজেছেন নাকি তাঁকেই নকল করে! শুনে কী বললেন অর্চনা

নওয়াজ ‘মেয়ে’ সেজেছেন নাকি তাঁকেই নকল করে! শুনে কী বললেন অর্চনা

নওয়াজের ‘লুক’ নিয়ে কী বললেন অর্চনা?

Archana Puran Singh and Nawazuddin: ‘হাড্ডি’ ছবিতে নওয়াজের লুক নিয়ে ইতিমধ্যেই বিপুল চর্চা চলছে। তার মধ্যে কী বললেন অর্চনা?

‘হাড্ডি’ ছবিতে নতুন লুকে নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেই লুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মঙ্গলবার থেকেই। আর তার পর থেকেই সেই ছবি ভাইরাল। নওয়াজ নিজেই শেয়ার করেছিলেন ‘হাড্ডি’ ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো। মুহূর্তে সেটি বিরাট মাত্রায় ছড়িয়ে পড়ে। তার সঙ্গে সঙ্গেই আরও একটি কথা উঠতে শুরু করে। অনেকেই বলেন, এখানে নাকি নওয়াজ মেকআপের অনেকটাই অর্চনা পুরন সিংয়ের অনুকরণে।

কেমন চেহারায় দেখা গিয়েছে নওয়াজকে? নওয়াজউদ্দিনকে দেখা গিয়েছে, লম্বা চুল এবং কড়া মেকআপ-সহ ধূসর গাউন পরা অবস্থা। অনেক অনুরাগী অভিনেতার এই লুকের প্রশংসা করেছেন। 

নওয়াজউদ্দিনের প্রথম লুক উন্মোচনের পরে, অনেক ভক্ত YouTube ক্লিপের নীচে মন্তব্য বিভাগে নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, ‘এটি আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। নওয়াজভাই (নওয়াজউদ্দিন) দারুণ!’ অন্য একজন লিখেছেন, ‘যারা এই কাজটি করেছেন, তাঁদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। দারুণ কাজ!’

এর পরেই উঠে এসেছে আরও একটি কথা। অনেকেই বলেছেন, এই ছবিতে নওয়াজের যে লুক দেখা গিয়েছে, তা দেখে অনেকেই বলেছেন, এটি পুরোপুরি অর্চনা পুরন সিংয়ের নকল। বিশেষ করে, চুলের কায়দা তো পুরোপুরি নকলই নাকি। কেউ কেউ আবার মজা করে এমনও বলেছেন, ‘অর্চনা পুরন সিংকেই এই ছবিতে নিলে পারতেন। শুধু শুধু নওয়াজউদ্দিনকে এরকমভাবে অর্চনা সাজাতে গেলেন কেন?’

কিন্তু এসব শুনে কী বলছেন অর্চনা? এই বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমসের তরফে অর্চনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই গোটা আলোচনার একটাই কারণ, কপিল শর্মার শোয়র গোড়ার দিকে আমি যেভাবে বসতাম, এবং যেভাবে তাকাতাম, তার সঙ্গে ‘হাড্ডি’ ছবিতে নওয়াজের চেহারা, বসার ভঙ্গী এবং তাকানোর মিল রয়েছে। তাই এই তুলনা।’ 

কিন্তু কেমন লেগেছে তাঁর এই তুলনা শুনে? উত্তরে অর্চনা বলেছেন, ‘এটা তো দারুণ প্রশংসা। নওয়াজের সঙ্গে কোনওভাবে তুলনা করা হলে তো ভালো লাগবেই।’ অভিনেত্রীর কথায় স্পষ্ট, বিষয়টি তিনি নিজেও উপভোগই করেছেন। 

বায়োস্কোপ খবর

Latest News

বন্দে ভারতে পাথর ছুড়ে গ্রেফতার পাঁচ কীর্তিমান! মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা, তদন্তে নেমে বিক্ষোভের মুখে পুলিশ ‘বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে এই শো শুরু করি…’! রান্নাঘরে ইন কনীনিকা, আউট সুদীপা অভিজিৎ মণ্ডল বেরোতেই চটি দেখিয়ে উঠল ‘কলকাতা পুলিশ হায় হায়’ স্লোগান কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক ব্যাঙ্ক অফিসারের স্ত্রীকে ধর্ষণ, গোপনাঙ্গে ঢোকানো হল গ্লাস, ধৃত সেনা জওয়ান হরিয়ানায় ভোটপ্রচারে নিজের প্রথম ১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন মোদী রোহিতের টেকনিকে গলদ ছিল, তেমন পরিশ্রমও করত না, বিস্ফোরক প্রাক্তন কোচ আজও ভাসবে কলকাতা, ভারী বৃষ্টি ৬ জেলায়, জানুন আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস ডি'ককের ঝড়, হোপদের প্রথম হার! ওয়ারিয়র্সদের শীর্ষস্থান থেকে নামিয়ে একে রয়্যালস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.