বলিউডের এভারগ্রিন বিউটি তিনি। সচরাচর জনসমক্ষে দেখা যায় না রেখাকে। তবে সত্তরের গণ্ডি পার করেও রেখার সৌন্দর্যে দাগ ধরেনি। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর সদস্য অর্চনা পুরান সিং রেখার সঙ্গে তাঁর পুরোনো সাক্ষাতের কথা বলতে গিয়ে স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন।
শোয়ের একটি পর্বের অংশ হন রেখা। শুক্রবার ইনস্টাগ্রামে অর্চনা সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন, যেখানে দুজনে একসঙ্গে পোজ দিয়েছেন। অর্চনা ও রেখা হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এপিসোডের জন্য রেখা পরেছিলেন সোনালি-লাল কাঞ্জিভরম। অর্চনা একটি ধূসর ব্লেজার এবং ম্যাচিং প্যান্টের নীচে একটি চকচকে কালো টপ পরেছিলেন। পোজ দেওয়ার সময় দুজনে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন।
ছবির ক্যাপশনে কপিলের শো-এর বিচারক লেখেন, 'যখন আমি রেখাজির 'সাওয়ান ভাদো' দেখি, তখন আমি ছোট্ট শহরে বাস করতাম, বম্বে যাওয়ার আশা প্রায় ছিল না... এবং অবশ্যই তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করার কোনও আশা ছিল না !! কয়েক বছর পরে আমি তার সাথে লড়াই-তে কাজ করি যেখানে তিনি আমাকে তার মেকআপ রুমে ডেকেছিলেন এবং আমাকে মেকআপ এবং কীভাবে নকল চোখের পাতা লাগাতে হয় সে সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন, আই-ল্যাশ লাগানোর ট্রেন্ড তিনিই বলিউডে শুরু করেছিলেন'।
অর্চনা আরও লেখেন, 'ফিল্মসিটির লনে আমাদের এটা-ওটা নিয়ে আড্ডা দেওয়ার স্মৃতি আছে, এবং যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি যে পুরুষের কথা সবসময় বলেন, কে তিনি? পাল্টা বলেছিলেন, 'আপনি জানেন না তিনি কে'? তিনি উষ্ণ, অদম্য, রেখাজি জীবন্ত কিংবদন্তি, এবং তাকে জানতে এবং প্রতিবার তার সাথে দেখা করে পরম আনন্দ হয়েছে !! ছোট শহর থেকে আসা ছোট বাচ্চাদের স্বপ্ন সত্যি হয়'।
একটা সময় রেখা ও অভিতাভ বচ্চনের প্রেম বলিউডের ওপেন সিক্রেট। রেখা, অমিতাভের প্রতি নিজের দুর্বলতার ও ভালোবাসার কথা বহুবার প্রকাশ্যে জানালেও, এই ব্যাপারে কোনওদিনই মুখ খোলেনি বচ্চন পরিবার।
সিমি গেরেওয়ালের টক শো'তে রেখাকে অমিতাভের সঙ্গে প্রেম সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল রেখা। জবাবে অভিনেত্রী জানান, ‘অবশ্যই! এটা খুব বোকা বোকা প্রশ্ন’। এরপর উত্তরটিকে সার্বিক করে বলেছিলেন, ‘আমি এমনও কোনও পুরুষ, মহিলা বা শিশুকে দেখিনি যে সম্পূর্নরূপে, প্রচণ্ডরকমভাবে, এবং প্যাশানেটলি ওই মানুষটাকে ভালোবাসে না। আমিই বা কেন ছাই বাদ যাব?’ এরপর তিনি আরও বলেন, ‘আপনি সত্যিটা জানতে চান? কোনও পারসোন্যাল কানেকশন ছিল না ওঁনার সঙ্গে। এটাই সত্যি। আমি কেন অস্বীকার করব? আমি কি ওঁনাকে ভালোবাসি না? হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। দুনিয়া ভর কা লাভ (love) আপ লে লিজিয়েগা, আরও কিছু জুড়ে দেবেন- সেটাই ওই মানুষটার জন্য আমি অনুভব করি। এটাই ধ্রুব সত্য’।
জীবনে একবারই বিয়ে করেছিলেন বলিউডের এভারগ্রিন বিউটি রেখা। তবে দাম্পত্য সুখ খুব বেশি দিন স্থায়ী হয়নি নায়িকার জীবনে।১৯৯০ সালের মার্চ মাসে ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই ১৯৯০ এর ২রা অক্টোবর আত্মহত্যা করেন রেখার স্বামী। এরপর আর বিয়ে করেননি রেখা। গত ৩১ বছর ধরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। তবুও মাঝেসাঝেই সিঁদুর মাথায় দেখা যায় রেখাকে, কার মঙ্গলকামনায় রেখার এই সিঁদুর? সেই প্রশ্নের উত্তর কারুর জানা নেই।