নভজ্যোৎ সিং সিধু-কে 'খেয়ে' নিয়েছেন অর্চনা পূরণ সিং! নিজের শো-এর মঞ্চ থেকে দাঁড়িয়ে জোর গলায় এ কথা বলে উঠলেন কপিল শর্মা। শোনামাত্রই লজ্জায়-বিস্ময়ে হাঁ হয়ে গেলেন অর্চনা স্বয়ং। শুরু থেকেই বলা যাক গোটা ব্যাপারটি।
সম্প্রতি, কপিলের শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দেশের তিন বিখ্যাত তারকা শেফ সঞ্জীব কাপুর, কুণাল কাপুর এবং রণবীর ব্রার। সেই এপিসোডেরই নতুন এক প্রমো ভিডিয়োতে দেখা যাচ্ছে, কপিল অর্চনাকে জিজ্ঞেস করেন যে এদিন তাঁদের শো-তে কোন কোন অতিথিরা আসছেন, সে ব্যাপারে কি খোঁজ রেখেছেন অর্চনা? জবাব আসে, হ্যাঁ। শোনামাত্রই হাসতে হাসতে কপিলের ফুট, 'দারুণ ব্যাপার কিন্তু। খাওয়ার ব্যাপারে সবকিছু ওঁর নখদর্পণে। খাবারে ব্যাপারে সবকিছুই উনি জানেন। কীভাবে জানেন আমি জানি না। সবসময়ই খালি খাওয়া আর খাওয়া। এই করেই আগে সিধু-কে খেল!' শোনামাত্রই বিস্ময়ে হাঁ হয়ে যান অর্চনা। যদিও পরমুহূর্তেই হাসিতে ফেটে পড়েন উনি।
এরপর মঞ্চে অতিথি তারকা শেফ-রা প্রবেশ করেন। শুরু হয় গল্প আড্ডা। সেসবের ফাঁকে ফের অর্চনার পিছনে লাগেন কপিল। শেফদের উদ্দেশে বলে ওঠেন যে যদি এই শো-এর পর অর্চনা আপনাদের তাঁর বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেন, খবরদার যাবেন না। কপিল আর কিছু বলার আগেই শেফ সঞ্জীব কাপুর বলেন, 'কেন আমাদের দিয়ে সেই খাবার রান্না করবেন বুঝি?' হাসতে হাসতে কপিলের জবাব, 'একদম একদম। তার উপর খাবারের মালমশলা, উপকরণও আপনাদের দিয়ে কেনাতে পারে। হয়তো বলল এই রাস্তা থেকেই খাসির মাংস কিনে নাও।'
এরপর আর থাকতে না পেরে মুখ খোলেন অর্চনা। জানান, কপিলের ঠাট্টায় তিনি কিছু মনে করেন না। তবে একইসঙ্গে কপিলের উদ্দেশে তাঁর প্রশ্ন, 'হ্যাঁ রে, আমি তো নিরামিষাশী। আমাকে তুই মাংসখেকো বানিয়ে দিলি? তার থেকেও বড় কথা বলি যে আমি নাকি শো-এর বিচারকদেরও খেয়ে ফেলেছি!' হেসে লুটিয়ে পড়তে পড়তে কপিলের পাল্টা প্রশ্ন, 'তো মিথ্যে বলেছি নাকি?' কপিলের মুখে এহেন কথা শুনে ততক্ষণে হাসির রোল উঠেছে শো-এ উপস্থিত থাকা দর্শকদের মধ্যেও।
প্রসঙ্গত, ২০১৯ সাল পর্যন্ত কপিলের এই কমেডি শো-তে পাকাপাকি অতিথি ছিলেন নভজ্যোৎ সিং সিধু। এরপর তাঁর জায়গায় আসেন অর্চনা পূরণ সিং।