বড় চমক! আসলে দেব যেন এবার ঠিক করেই রেখেছেন গোটা ২০২৩ জুড়ে যেন উনি চমক দিয়েই যাবেন। এবার তাঁর সঙ্গে জোট বাঁধবেন সোহম চক্রবর্তী। টলিউডের দুই অভিনেতা এবার জোট বাঁধবেন।
নতুন ছবি, প্রজেক্টের জন্য হাত মেলাতে চলেছেন প্রযোজক দেব এবং সোহম। সম্প্রতি এমনই একটা খবর প্রকাশ্যে এসেছে। অভিনয় তো বটেই এই দুই নায়কের প্রযোজনা সংস্থাও এবার হাত মেলাতে চলেছে। এই দুই প্রযোজনা সংস্থার তরফে আনা হচ্ছে নতুন ছবি। না একটা নয়, একাধিক নতুন ছবি আসছে।
সম্প্রতি জানা গিয়েছে দেব আর সোহমের কোলাবরেশন দেখা যাবে এবার। দুজনের প্রযোজনা সংস্থা একসঙ্গে একাধিক ছবি তৈরি করবেন।
যদিও ইন্ডাস্ট্রির সূত্রের খবর এটা ভুল তথ্য। অভিনেতার ঘনিষ্ট এক ব্যক্তি জানান, 'এমন কোনও তথ্য জানা যায়নি। অভিনেতারাও জানেন না। ওঁরা এমন কিছুতে সই করেননি।'
প্রসঙ্গত দেব এখন ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির শুটিংয়ে ব্যস্ত। তিনি সদ্যই এই ছবির দ্বিতীয় শিডিউলের শুটিং শেষ করেছেন। বাঘাযতীনের কাজ শেষ করেই তিনি মন দিয়েছেন বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবির শুটিংয়ে। মাঝে যদিও কদিনের বিরতি নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন তিনি এবং রুক্মিণী। ইতিমধ্যেই ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির কলকাতা অংশের শুটিং সম্পন্ন। হয়েছে। তারপর তাঁরা মধ্য প্রদেশে যান পরবর্তী পর্বের শুটিং করার জন্য। সদ্যই দেব সেখানকার শুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁদের এই ছবির দ্বিতীয় অধ্যায়ের শুটিং শেষ হয়েছে।
দ্বিতীয় ভাগের শুটিং শেষ করে দেব লেখেন, 'ব্যোমকেশ ও দুর্গ রহস্যের শিডিউল নম্বর ২ -এর শুটিং শেষ হল। মধ্য প্রদেশে চলছিল এটার শুটিং। ভীষণ গরম ছিল, খুব কঠিন হয়েছিল আমাদের এখানে কাজ করা। কিন্তু তবুও ভীষণ ভালো লেগেছে। একেবারে অদেখা কিছু ভিজ্যুয়ালের জন্য তৈরি হয়ে যান। শিডিউল নম্বর ৩ -এর শুটিং শুরু করতে চলেছি আমরা এবার। আমাদের জন্য প্রার্থনা করবেন।'