বিটাউনের অন্দরে জোর চর্চা পলক তিওয়ারিকেই নাকি মন দিয়েছেন সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। যদিও এখনও তাঁরা কেউই এই বিষয়ে মুখ খোলেননি, তবে একই সঙ্গে একই সময় যে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দুজনে সেটা স্পষ্ট করে দিলেন সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে।
আরও পড়ুন: অবশেষে স্লট পেল মিত্তির বাড়ি! আদৃতের ধারাবাহিক কবে থেকে কোন সময়ে দেখা যাবে? থামছে কোন মেগা?
কী ঘটেছে?
পলক তিওয়ারি এদিন মালদ্বীপ থেকে তাঁর ছুটির বেশ কিছু ছবি পোস্ট করেন। কখনও পুলের জলে জলকেলি করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার সমুদ্রের জলে। বাদ দেননি স্কুবা ডাইভিং করতে। ইতিউতি ঘুরে বেড়ানোর নানা মুহূর্তের ছবি পোস্ট করে তিনি ইনস্টাগ্রামে লেখেন, 'আমার মালদ্বীপের স্বর্গ থেকে।'
তবে চমক এখানে নয়। চমক হল এই একই সঙ্গে সইফ পুত্র, ইব্রাহিম আলি খানও মালদ্বীপে আছেন। সেখানে ছুটি কাটানোর একাধিক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তাঁকে কখনও ইনফিনিটি পুলে স্নান করতে দেখা গিয়েছে, কখনও সমুদ্র সৈকতে বসে সন্ধ্যা উপভোগ করতে দেখা গিয়েছে। এই ছবিগুলো তিনি বেশ কিছু ইমোজি সহ পোস্ট করেছেন।
আর এটা দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। এমনি কানাঘুষোয় শোনা যাচ্ছিল তাঁরা নাকি চুপিচুপি প্রেম করছেন। সেখানে একই সময় একই জায়গা থেকে ছবি দেওয়ায় নেটপাড়ার ধারণা তাঁরা এভাবেই তাঁদের প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন। তবে কেবল ইব্রাহিম এবং পলকের প্রেমের জল্পনা নয়। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী বেদাং রায়নার সঙ্গে প্রেম করছেন খুশি কাপুর। তাঁকে প্রেমিকের নামের ব্রেসলেট পরে ঘুরতে দেখা গিয়েছে সম্প্রতি।
আরও পড়ুন: বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে সলমন, মুনাওয়ার ছাড়াও রয়েছে দিল্লির শ্রদ্ধা মামলার মূল অভিযুক্তের নাম!
প্রসঙ্গত পলক কিসি কা ভাই কিসি কী জান ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। অন্যদিকে ইব্রাহিম জলদিই বলিউডে পা রাখতে চলেছেন। জানা গিয়েছে তাঁর অভিনীত ছবিটির নাম সরজমিন হতে চলেছে।