বাংলা নিউজ > বায়োস্কোপ > Rubel Das-Sweta Bhattacharya: শ্বেতা নন, অন্য মহিলার সঙ্গে জমিয়ে নাচ রুবেলের, ভক্তদের কটাক্ষ 'এত দ্রুত ব্রেকআপ!'

Rubel Das-Sweta Bhattacharya: শ্বেতা নন, অন্য মহিলার সঙ্গে জমিয়ে নাচ রুবেলের, ভক্তদের কটাক্ষ 'এত দ্রুত ব্রেকআপ!'

শ্বেতার বদলে অন্য মেয়ের সঙ্গে রুবেলকে দেখে কটাক্ষ নেটিজেনদের

Rubel Das-Sweta Bhattacharya: রুবেল আর শ্বেতার প্রেম কাহিনি এখন আর কারও অজানা নয়। বরং বেশ চর্চিত। কিন্তু একি! বন্ধুর বিয়েতে গিয়ে চেনা ছন্দে নাচছেন রুবেল, সঙ্গী অন্য আরেকটি মেয়ে! তবে কি দুজনের... উত্তরটা নিজেই দিলেন রুবেল।

রুবেল আর শ্বেতার প্রেম কাহিনি এখন মোটামুটি সবারই জানা। দুজন দুজনের বাড়ি যাওয়া আসা, ছুটি কাটানো থেকে মাঝে মধ্যেই মিষ্টি মধুর প্রেমের ছবি দেওয়া সবই করে থাকেন ছোট পর্দার এই জনপ্রিয় দুই মুখ। ভক্তদের সঙ্গে হামেশাই নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি তাঁরা ভাগ করে নেন। কিন্তু একি! আচমকা রুবেলের পাশে অন্য মেয়ে কেন? তবে কি তাঁদের... একটা ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বাড়তে থাকে জল্পনা। শুরু হয় নানা প্রশ্ন। এবার সব কিছুর উত্তর দিলেন রুবেল নিজেই।

আসলে সদ্যই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক খ্যাত অভিনেতাকে বন্ধুর বিয়েতে হাজির হতে দেখা গেল। নীল শেরওয়ানি, সাদা পায়জামা পরেছিলেন তিনি। না তিনি যে স্রেফ বন্ধুর বিয়েতে গিয়েছিলেন এমনটা না। গিয়ে তিনি ফাটিয়ে মজাও করেন। করেন নাচও। আর তখনই তাঁকে সঙ্গ দেন অন্য একটি মেয়ে। শ্বেতা নন। আর এই কাণ্ড দেখেই বেশ অবাক হয়েছেন সকলে। উসকে গিয়েছে নতুন জল্পনা। তবে কি এই ভাঙা গড়ার সময়ে দাঁড়িয়ে তাঁদের সম্পর্কটাও শেষ হল? রুবেলের জীবনে নতুন কেউ এসেছেন?

অনেকেই তাঁর সেই পোস্টে লেখেন, 'এত জলদি ব্রেকআপ হয়ে যাবে বুঝিনি।' অন্য এক ভক্তের প্রশ্ন, 'শ্বেতা ছাড়া আপনার পাশে অন্য মেয়ে কেন?' আরও এক নেট নাগরিক লেখেন, 'এবার কি তবে শ্বেতা আর রুবেলের সম্পর্কটা ভাঙল?'

একদিকে যখন ভক্তদের মধ্যে জল্পনা বাড়ছে তখন কী উত্তর দিলেন অভিনেতা? আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নায়ক বলেন, 'শ্বেতাও আমার সঙ্গে এদিন গিয়েছিল। কিন্তু ও অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এদিন আমার এক ছোটবেলার বন্ধুর বাগদানের অনুষ্ঠান ছিল। ওঁরা রেজিস্ট্রি করল। আর সেই উপলক্ষ্যে সব বন্ধুরা এসেছিল। যে মেয়েটির সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে সেও বন্ধু। এদিন অনুষ্ঠানে খুব আনন্দ হয়েছে।'

প্রসঙ্গত রুবেল দাসকে এখন জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে আছেন পল্লবী শর্মা। অন্যদিকে জি বাংলারই আরও একটি ধারাবাহিক ‘সোহাগ জল’-এ এখন কাজ করছেন শ্বেতা। সেখানে তাঁর সঙ্গে আছেন হানি বাফনা। একদিকে সোহাগ জল যেখানে তেমন টিআরপি পাচ্ছেই না, সেখানে দাঁড়িয়ে নিম ফুলের মধু ধারাবাহিকটি কিন্তু সেরা দশের মধ্যেই আছে।

বন্ধ করুন