বাংলা নিউজ > বায়োস্কোপ > Shubman-Sara: সচিন কন্যা অতীত! সারার সঙ্গে চুটিয়ে প্রেম? প্রথমবার মুখ খুললেন শুভমন

Shubman-Sara: সচিন কন্যা অতীত! সারার সঙ্গে চুটিয়ে প্রেম? প্রথমবার মুখ খুললেন শুভমন

প্রথমবার এল জবাব

Subhman-Sara: সারার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই হেঁয়ালি ভরা জবাব শুভমনের। বললেন- ‘হয়তো হ্য়াঁ….’। 

সুন্দরী অভিনেত্রী আর তারকা ক্রিকেটারের প্রেম কাহিনি এদেশে খুব কমন। আর সারা আলি খানের তো পরিবারেই রয়েছে ক্রিকেট আর বলিউডের সেরা মেলবন্ধন! গত কয়েক মাস ধরেই বলিউডের আনাচে-কানাচে উড়ে বেড়াচ্ছে সারা-শুভমনের প্রেমের গুঞ্জন। সইফ কন্যার প্রেমে নাকি হাবুডুবু প্রাক্তন কেকেআর তারকা। নিজের প্রেম কাহিনিকে হামেশা লুকিয়ে রাখতেই পছন্দ করেন সারা। সুশান্ত হোক বা কার্তিক- সবার ক্ষেত্রেই একথা প্রযোজ্য। কিন্তু এবার কি হাটে হাঁড়ি ভেঙে দেবেন শুভমন? সম্প্রতি এক টক শো-তে হাজির হয়ে সারার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটার শুভমন গিল। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে হেঁয়ালি ভরা জবাবই দিয়েছেন তারকা। 

জনপ্রিয় পঞ্জাবি চ্যাট শো ‘দিল দিয়া গলাঁ’য় নতুন সিজনে অতিথি হিসাবে হাজির হচ্ছেন শুভমন। সেখানে সঞ্চালক সোনম বাজওয়া শুভমনকে প্রশ্ন করেন, ‘বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রী কে?’ এক সেকেন্ডও সময় নষ্ট না করে শুভমন জবাব দেন সারা। এরপর সঞ্চালিকার স্ট্রেট কাট প্রশ্ন, ‘তুমি কি সারাকে ডেট করছো?’ জবাবে শুভমন বলেন- ‘হয়ত হ্যাঁ’। এরপর পঞ্জাবিতে সোনম বলে ওঠেন, ‘সারা দা সারা সচ বলো প্লিজ’ (সব সত্যিটা দয়া করে বলো)। হাসি মুখে শুভমন বলেন- ‘সারা দা সারা সচ বল রেহাঁন…(সব সত্যিটাই বলছি) হয়ত হ্যাঁ, হয়তো বা না'। 

গত অগস্ট মাস থেকেই সারা আলি খানের নতুন প্রেমের কাহিনি নিয়ে সরগরম বি-টাউন। ডিনার ডেটে একসঙ্গে ধরা পড়ে গিয়েছিলেন এই চর্চিত জুটি। এর আগে বহুবার সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে নাম জড়িয়েছে শুভমনের। তবে মাস কয়েক আগেই ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন সারা তেন্ডুলকর ও শুভমন গিল। এরপরই শুভমনের জীবনে এন্ট্রি সারা আলি খানের। 

অগস্টের পর অক্টোবরে ফের একসঙ্গে ধরা পড়েন দুজনে। এক ভিডিয়োয় হোটেল থেকে বার হওয়ার সময় দেখা মিলল তাঁদের। বিমানেও পাশাপাশি বসতে দেখা গিয়েছে এই চর্চিত প্রেমিক জুটিকে। যা দেখে নেটপাড়ার একটা বড় অংশ নিশ্চিত হয়ে যায় গোপনে চুটিয়ে প্রেম করছেন শুভমন-সারা। 

এই প্রথমবার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুভমন, যদিও সারা এখনও একটা শব্দও খরচ করেননি নিজের নতুন প্রেমের চর্চা নিয়ে। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করেছেন ‘কেদারনাথ’ নায়িকা। 

 

বন্ধ করুন