শেষ হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে ভালোলাগার রেশ এখনও রয়ে গিয়েছে সকলের মনে। ২৮তম চলচ্চিত্র উৎসবের একাধিক মুহূর্ত মনে থেকে গিয়েছে সকলের। তা সে অমিতাভ-জয়া হোক বা শাহরুখের এগিয়ে গিয়ে সৌরভকে জড়িয়ে ধরা। তবে আরও একটা মুহূর্ত সবার মনে থেকে যাবে যখন আর্জেন্তিনার জার্সি পরে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে পুরস্কার নেন সে দেশের চলচ্চিত্র নির্মাতা ভিরনা মোলিনা।
‘হিটলার’স উইচ’ ছবিটির জন্য আন্তর্জাতিক ছবি বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন দুই পরিচালক আর্নেস্তো আরদিতো এবং ভিরনা মোলিনা। আর এই পুরস্কার নিতে ভিরনা স্টেজে উঠলেন দেশের ফুটবলের জার্সি পরে। শুধু তাই নয় নম্বর ১০ আর মেসি লেখা তাতে। জানালেন, বিশ্বকাপ জেতা যতটা গুরুত্বপূর্ণ তাঁদের কাছে, ততটাই এই পুরস্কার।
প্রসঙ্গত, গত রবিবারই ফিফা ২০২২-র ফাইনাল জিতে নিয়েছে আর্জেন্তিনা। মেসির স্বপ্নপূরণ সচক্ষে দেখে আবেগে ভেসেছে গোটা বিশ্ব। এখনও মেসি-জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। যার ছাপ পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও। ১৯৮৬ সালের পর শাপমোচনের এই বিশেষ মুহূর্ত উদযাপন করলেন ভিরনা মোলিনা সগৌরবে।
প্রসঙ্গত, সেরা তথ্যচিত্র হিসেবে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার ‘পুরস্কার পেয়েছে ভারতীয় ছবি ‘নাইব্রেরম দ্য আনসেটেলড শেড’। সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবির জন্য স্পেশ্যাল জুরি পুরস্কার পেয়েছে ভারতীয় পরিচালক নবাপন ডেকার ‘জানওটা’ ও পরিচালক ডক্টর প্রসেনজিৎ চৌধুরীর ‘হাতের স্পর্শ’। সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবির জন্য গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেয়েছে পরিচালক প্রত্যয় ঘোষের ‘ম্যায় মেহমুদ’। ভারতীয় ভাষার সেরা ছবির বিভাগে স্পেশ্য়াল জুরি পুরস্কার পেয়েছে পরিচালক ইন্দ্রাণীর ‘ছাদ’, যাতে মুখ্য চরিত্রে ছিলেন পাওলি দাম। সেরা পরিচালক হিসেবে হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার পেলেন ‘নান্নেরা’ ছবির পরিচালক দীপঙ্কর প্রকাশ। সেরা ছবি হিসেবে হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার পেল পরিচালক ভাস্কর মৌর্যর ছবি ‘মুত্থয়া’। আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় সেরা ছবির জন্য ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ পুরস্কার পেয়েছে স্পেনের ছবি ‘আপঅন এন্ট্রি’ ও বাংলাদেশের ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।