এ আর রহমান আগেই পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এবার অরিজিৎ সিং পেলেন পদ্মশ্রী পুরস্কার। আর সেই উপলক্ষে হঠাৎই ভাইরাল হল তাঁদের দুজনের একটি ভিডিয়ো। সেখানে তাঁদের কুন ফায়া কুন গানটি নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে।
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে অরিজিৎ সিং এবং এ আর রহমানকে বিভিন্ন রাগ নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। অরিজিৎ সিং একটা বিষয়কে বিশ্লেষণ করেন সেটার জবাবে রহমান সেটাকে তাঁদের ভাষায় কী বলে সেটা জানান। এরপরই রহমান জানান কীভাবে কুন ফায়া কুন গানটি তৈরি হয়েছে কোন পদ্ধতিতে।
আরও পড়ুন: দগ্ধ জিভে আওড়াচ্ছেন ভারতের সংবিধানের প্রস্তাবনা, হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে! হঠাৎ কী হল মিঠুনের?
এ আর রহমানকে পিয়ানো বাজিয়ে বিষয়টা বোঝাতেও দেখা যায় যে কীভাবে তাঁরা কিছু গানের ক্ষেত্রে ঠাট এক রেখে রুট নোট বদলে ফেলেন। অরিজিৎ জানান এই বিষয়টা শুনতেও বেশ ভালো লাগে। তখন রহমান জানান যে কুন ফায়া কুন গানটি এভাবেই তৈরি হয়েছে। জানান ভৈরবী রাগকে ভিত্তি করে গানটি বানান।
এরপর রহমান জানান একদিন তিনি আর জাভেদ আলি একদিন জ্যামিং করছিলেন, প্রায় মিনিট সেটা চলেছিল । তখন সেটা করতে করতে তাঁরা ঠিক করেন যে ভৈরবী রাগকে ভিত্তি করে কীভাবে গানটি সাজাবেন। কোন স্কেলে গাইবেন সবটা।
রহমানের এই গান বানানোর গল্প শুনে অরিজিৎ সিং বলেন, 'আরে বাবা দারুণ তো! এটা দারুণ। শুনে কখনও মনে হয়নি সেটা। কিন্তু তোমার গান শুনলেই একটা সুন্দর আধ্যাত্মিক অনুভূতি হয়। তোমার সঙ্গীত আমাদের সবসময়ই আধ্যাত্মিক হতে অনুপ্রেরণা জোগায়।'