রবিবার থেকেই বৃষ্টিস্নাত বাংলা। ঝড়-বৃষ্টি নিয়ে চিন্তার মেঘ কেটেছে অনেকটাই। আর তারই মাঝে নেটিজেনদের নজরে অরিজিৎ সিং ও কোয়েল রায়ের একটি ছবি। এমনিতেই এই দম্পতি নেটপাড়ার হট ফেভারিট। তবে তাঁদের ভালোবাসা মাখা ছবি আলাদা করে কাড়ল নজর।
কোয়েলের ফ্যান পেজ থেকে ছবিখানা শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। অরিজিতের মতোই সাদামাটা লাইফস্টাইলে বিশ্বাসী কোয়েলও। সামাজিক মাধ্যমে তাঁর কোনও প্রোফাইলও নেই। ছবিতে দেখা গেল কালো জ্যাকেট কোয়েলের গায়ে। আর গ্রে রঙের টিশার্ট অরিজিতের গায়ে। কোয়েলের চুলে মুখ ডুয়িয়েছেন অরিজিৎ। ভালোলাগার হাসি দুজনের চোখেমুখে। চোখ বন্ধ আবেশে। ব্যালকনিতে রোম্যান্সে বুঁদ।
আরও পড়ুন: ছেলেদের কোলে নিয়ে পার্টিতে শ্রেয়া-সুনিধি-নীতি! ৩ গায়িকা মাম্মা কোথায় গিয়েছিলেন দল বেঁধে
এক নেট-নাগরিক এই ছবিতে মন্তব্য করলেন, ‘শান্তির ছবি, সব ডিপ্রেশন মুক্ত করে দিল’। দ্বিতীয়জনের মন্তব্য, ‘এভাবেই ভালোবাসা ধুয়ে মুছে যাক সব’। তৃতীয়জন লেখেন, ‘খাঁটি ভালোবাসা তো এরকমই হয়’। চতুর্থজন লেখেন, ‘পারফেক্ট ফ্রেম! এই ছবি যে কারও মন ঠিক করে দিতে পারে।’ পঞ্চমজন লিখলেন, ‘কী মিষ্টি তোমরা’।
আরও পড়ুন: বিতর্ককে বুড়ো আঙুল! কেকেআর জিততেই হর্ষিত রানার কায়দায় উড়ন্ত চুমু ‘রোম্যান্সের বাদশা’ শাহরুখ খানের
মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থাকলেও, বেশিরভাগ সময়টা জিয়াগঞ্জেই থাকেন অরিজিৎ সিং। অরিজিতের ছোটবেলার বন্ধুই বর্তমানে তাঁর জীবনসঙ্গী। ছোটবেলায় একই স্কুলে পড়তেন অরিজিৎ ও কোয়েল। বন্ধুত্ব-মাখা ভালোবাসা সেই তখন থেকেই। ‘ফেম গুরুকুল’-এর মঞ্চেও কোয়েলকে ভালোবাসার কথা ফলাও করে বলেছিলেন অরিজিৎ। যদিও কোয়েল আর অরিজিৎ, দুজনেই বিয়ে করেছিলেন প্রথমে অন্য কাউকে। তবে তা সফল হয়নি। এরপর ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে এসে ধরেন একে-অপরের হাত।
কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিত। দুুই ছেলে আলি ও জুলকে নিয়ে সুখী সংসার অরিজিৎ ও কোয়েলের। জিয়াগঞ্জের স্কুলেই তাদের পড়াশোনা।
আরও পড়ুন: ‘বিয়ের পর বরগুলো এমনই হয়ে যায়…’, রাজার কোন কাজে রাগল মধুবনী? মিল পেল নেটপাড়া
জানা যায়, ২০১৪ সালে কালীঘাট মন্দিরে গিয়ে বিয়ে করেন নেন দুজনে। সব গোপন ছিল দীর্ঘদিন। তবে অরিজিতের হোয়াটস অ্যাপ ডিপি থেকে সবটা স্পষ্ট হয়ে যায়। অরিজিৎ যখনই স্টেজে ওঠেন, উৎসাহ দিতে সব সময় থাকেন কোয়েল। দেশ হোক বা বিদেশে, বরের সর্বক্ষণের সঙ্গী তিনি।