শনিবার কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম শীর্ষ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার ২০২৫-এর তালিকা প্রকাশ করল। স্বরাষ্ট্র মন্ত্রক ৭ জন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছে। চলতি বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন।
পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং। বাংলার ছেলে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন গোটা দেশে মানুষের মনে। এছাড়াও ওসামু সুজুকি, শারদা সিনহা পাচ্ছেন পদ্মবিভূষণ। ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন পাচ্ছেন পদ্মবিভূষণ। মমতা শঙ্করেরও নাম আছে পদ্মশ্রী প্রাপকের তালিকায়। এছাড়াও রয়েছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
আরও পড়ুন: বাংলার ঢাকি থেকে কুয়েতের যোগা প্রশিক্ষক- কারা কারা পদ্মশ্রী পেলেন? রইল তালিকা
শিল্প জগত থেকে ২০২৫ সালে পদ্মশ্রী পাচ্ছেন গুজরাটি কত্থক শিল্পী কুমুদিনি লাখিয়া, ভায়োলিনিস্ট লক্ষ্মীনারাণ সুব্রহ্মণ্যম, বিহারের শাস্ত্রীয় সংগীত শিল্পী শারদা সিনহা, যিনি ২০২৪ সালের নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন।

মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন পঙ্কজ উদাস। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে দক্ষিণী অভিনেতা ও রেসিং দুনিয়ার তারকা অজিত কুমারের। এছাড়াও আছেন অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনা।
আরও পড়ুন: বিবেক দেবরায়, সুশীল মোদী সহ একাধিক ব্যক্তিত্ব মরণোত্তর পদ্মভূষণে ভূষিত, পদ্মবিভূষণের তালিকায় কারা?
বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে ঢাকি গোকুল চন্দ্র দাসের। সান ফ্রান্সিসকো, শিকাগো, নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ওয়েলিংটন এবং বার্লিনে ঢাক বাজিয়ে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি।

বাংলার আরেক গুণী ব্যক্তিত্ব নাগেন্দ্র নাথ রায় পদ্মশ্রী পাচ্ছেন শিক্ষা জগতে তাঁর অবদানের কারণে। এছাড়াও পদ্মশ্রীতে বাংলা থেকে নাম রয়েছে স্বামী প্রদিপ্তানন্দ (কার্তিক মহারাজ)-এর।