চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এ শনিবার ২৭ মে হওয়ার কথা ছিল অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়। শুক্রবার আয়োজকদের পক্ষ থেকে সে খবর জানানো হয়। এতদিন রীতিমতো শো-র টিকিট নিয়ে পড়ে গিয়েছিল মারামারি। স্বভাবতই শো স্থগিত হওয়ায় বেশ আশাহত দর্শকরা। দিন পরিবর্তন হয়েছে আপাতত। খবর রয়েছে ৫ জুন হতে পারে এই শো।
চণ্ডীগড়ের শো-র টিকিটের দাম ছিল ১ হাজার থেকে ১৫ হাজার টাকা। বিকেল ৫টা থেকে শুরু হওয়ার কথা ছিল কনসার্ট। ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছিল বিশেষ পুলিস। জ্যাম এড়াতে ট্র্যাফিকেরও ছিল বিশেষ ব্যবস্থা। তবে জানানো হয়, প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই শেষ মুহূর্তে এসে স্থগিত করা হল এদিনের শো-টি।
আয়োজকদের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ‘চণ্ডীগড়ের সংগীতপ্রেমীরা, আমরা আপনাদের জানাচ্ছি যে বহু প্রত্যাশিত অরিজিৎ সিংয়ের কনসার্ট স্থগিত রাখা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে ভেন্যুর যা অবস্থা তাতে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আপনাদের সমস্ত অসুবিধের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরাও চাই আপনাদের দুর্দান্ত একটি সন্ধ্যা উপহার হিসেবে দিতে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা নতুন জায়গা খুঁজছি। নতুন তারিখও ঠিক করে আপনাদের খুব শীঘ্রই জানানো হবে। আমাদের নেওয়া প্রতিটা স্টেপ আপনাদের জানাব…’

স্থগিত হল অরিজিৎ সিং-এর চণ্ডীগড় শো।
এর আগে ঔরাঙ্গাবাদ কনসার্টেই হাতে চোট পান অরিজিৎ। যখন দর্শকাসনের একদম সামনের সারিতে দাঁড়ানো এক অতি উৎসাহী ভক্ত অরিজিতের হাত রীতিমতো মুচড়ে দেন লাইভ পারফর্মম্যান্সের সময়। তবে কথাতেই তো আছে, দ্য শো মাস্ট গো অন। স্টেজেই হাতে ব্যান্ডেজ বেঁধে বাকি সময় পারফর্ম করেন তিনি। যদিও শো শেষ করেই তাঁকে ছুটতে হয়েছিল হাসপাতালে। কয়েকটাদিন বিশ্রামের পরামর্শও পেয়েছিলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনেকেই সমালোচনায় মুখর হন ওই ঘটনার।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হাতে চোট পেয়েও মেজাজ হারাননি গায়ক। ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে অরিজিৎ খুব শান্তভাবেই ওই মহিলাকে বলছেন, ‘আপনি যে এভাবে আমার হাত ধরে টানলেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়াতেও পারছি না। এবার যদি আমি গান গাইতে না পারি, তাহলে আপনারাও তো অনুষ্ঠান উপভোগ করতে পরারবেন না!’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)