বর্তমানে গোটা দেশের ক্রাশ হলেন অরিজিৎ সিং। আর এখানেই সবচেয়ে বড় টুইস্ট। কারণ, অরিজিৎ সিং-এর প্রতি ভালোবাসায় রীতিমতো হাবুডুবু খান পুরুষ ও মহিলা উভয়ই। বয়সের গণ্ডিও আট থেকে আশি। সংগীত শুধু তাঁর কাছে পেশা নয়, তাঁর সাধনা। আর তাঁর সেই মনোভাবই ফুটে ওঠে তাঁর পারফরমেন্সে। ২০২৫ সালের প্রথম কনসার্ট করলেন গায়ক আহমেদাবাদে। সেখানের নানা ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
এদিন সাদা রঙের জ্যাকেট বেছে নিয়েছিলেন অরিজিৎ নিজের জন্য। সঙ্গে ডেনিম। আর মাথায় সবুজ রঙের পাগড়ি। কখনোই স্টেজ শোয়ের জন্য আলাদা করে জৌলুস চোখে পড়ে না তাঁর চেহারায়। অন্য পারফর্মারদের মতো ডিজাইনার, আকাশছোঁয়া দামের পোশাকও পরেন না। অরিজিতের শো-র আকর্ষণ তাঁর গানই। তবে এবার দেখা গেল, গানের পাশাপাশি আজকাল দারুণ নাচও করছেন।
আরও পড়ুন: বিয়ে না করে বাবা, ‘সমকামী’ নিয়ে শোনেন কটাক্ষ! কার সঙ্গে প্রেম করছেন এখন, নাম জানালেন করণ জোহর
একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গেল ‘মেরে হোঁঠো সে দুয়া ধারা নিকলতি হ্যায় য্যায়সি’ গাইছেন। আর সঙ্গেই চলছে নাচ। আর এরকম অবতারে গায়ককে দেখে তো রীতিমতো পাগল নেটিজেনরা। তুমুল ভাইরাল সেই ভিডিয়ো। দেখুন-
২০২৫ সালে আরও কিছু শহরে পারফর্ম করার কথা রয়েছে অরিজিৎ সিং-এর। ২৫ জানুয়ারি গায়কের যাওয়ার কথা রয়েছে জয়পুরে। চণ্ডিগড় ও কটকে শো রয়েছে ১৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ। এছাড়া দিল্লি ও মুম্বইতেও কনসার্ট রয়েছে গায়কের আগামী কয়েকমাসে। ২ ফেব্রুয়ারি রাজধানীতে ও ২৩ মার্চ পারফর্ম করবেন তিনি আরব সাগর পাড়ে মুম্বইতে।
আরও পড়ুন: ‘না হয় লোকের গুষ্টি উদ্ধার করতে-করতে হুইস্কি খাওয়ার জন্যই…’, বাবাকে নিয়ে লিখলেন ‘ভেবলি’ স্বস্তিকা
এর মধ্যে সবকটি কনসার্টের টিকিট ইতিমধ্যেইপ্রায় শেষ। টিকিটের দাম ৬ হাজার থেকে ১ লাখ পর্যন্ত। ২০২৪ সালের নভেম্বর মাসে বেঙ্গালুরুতে ও ৭ ডিসেম্বর হায়দরাবাদে কনসার্ট ছিল।