অরিজিৎ সিং কিছুদিন আগেই লন্ডনে পারফর্ম করলেন। সেখানকার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এবার বার্মিংহামের কনসার্ট থেকে গায়কের একটি ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ভক্তকে মঞ্চ থেকেই চোখ গরম করছেন অরিজিৎ! মার দেওয়ার ইঙ্গিতও করছেন! ব্যাপারটা কী?
কী করেছেন অরিজিৎ সিং?
সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহামে কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের। সেখানে তাঁকে কোনও ভক্ত উত্যক্ত করলে মজা করেই সেটার উত্তর দেন গায়ক। এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে তাঁকে গান গাইতে গাইতেই সেই ভক্তের সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে অরিজিৎ সিং তু ঝুটি ম্যায় মক্কার ছবি থেকে তিনি বেদরদেয়া গানটি গাইছেন। আর সেই গান গাইতে গাইতেই তিনি ভক্তের উদ্দেশ্যে না -সূচক ঘাড় নাড়ছেন। তারপর তাঁকে বসার ইঙ্গিত করতেও দেখা যায় তাঁকে। এরপর নিছকই মজা করে ভয় দেখানোর মতো করে চোখ গরম করেন, করেন মার দেওয়ার ইঙ্গিতও। গায়কের এই কাণ্ড দেখে মজা পেয়েছেন তাঁর অনুরাগীরা। যদিও কেন বা কার সঙ্গে তিনি এমনটা করেছেন সেটা স্পষ্ট নয়।
কে কী বলছেন?
এই ভিডিয়ো গায়কের ফ্যান পেজের তরফে পোস্ট করা মাত্রই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই তাতে মন্তব্য করেছেন। একজন লেখেন, 'দারুণ মজার।' কেউ আবার লেখেন, 'অরিজিৎ পারেও বটে!'
প্রসঙ্গত কিছুদিন আগে লন্ডনের কনসার্ট থেকে একাধিক ভিডিয়ো ভাইরাল হয় অরিজিৎ সিংয়ের। সেখানে একটি ভিডিয়োতে দেখা যায় তাঁকে অনুরাগী আরজি কর কাণ্ডের নির্যাতিতাকে নিয়ে লেখা আর কবে গাইতে বললে গায়ক তার তীব্র বিরোধিতা করেন।