বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: মঞ্চ থেকেই অনুরাগী মার দেওয়ার ইঙ্গিত অরিজিতের! হঠাৎ কী হল গায়কের

Arijit Singh: মঞ্চ থেকেই অনুরাগী মার দেওয়ার ইঙ্গিত অরিজিতের! হঠাৎ কী হল গায়কের

মঞ্চ থেকেই অনুরাগী মার দেওয়ার ইঙ্গিত অরিজিতের

Arijit Singh: অরিজিৎ সিং কিছুদিন আগেই লন্ডনে পারফর্ম করলেন। সেখানকার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এবার বার্মিংহামের কনসার্ট থেকে গায়কের একটি ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ভক্তকে মঞ্চ থেকেই চোখ গরম করছেন অরিজিৎ! মার দেওয়ার ইঙ্গিতও করছেন! ব্যাপারটা কী?

অরিজিৎ সিং কিছুদিন আগেই লন্ডনে পারফর্ম করলেন। সেখানকার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এবার বার্মিংহামের কনসার্ট থেকে গায়কের একটি ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ভক্তকে মঞ্চ থেকেই চোখ গরম করছেন অরিজিৎ! মার দেওয়ার ইঙ্গিতও করছেন! ব্যাপারটা কী?

আরও পড়ুন: একদিকে ডাকাতি, আরেকদিকে পরিবারের চাপ! রুদ্ধশ্বাস থ্রিল - অ্যাকশনে জমজমাট শিবপ্রসাদ - আবিরের বহুরূপীর ঝলক

আরও পড়ুন: ডোনেশন নয়, মেধার জোরেই ডাক্তার হয়েছেন কিঞ্জল! অনিকেতের আক্রমণের পর প্রকাশ্যে আনলেন WBJEE -র র‌্যাঙ্ক

কী করেছেন অরিজিৎ সিং?

সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহামে কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের। সেখানে তাঁকে কোনও ভক্ত উত্যক্ত করলে মজা করেই সেটার উত্তর দেন গায়ক। এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে তাঁকে গান গাইতে গাইতেই সেই ভক্তের সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: সা রে গা মা পা -র মঞ্চে স্বপ্নপূরণ অহনার! আরাত্রিকার সঙ্গে পারফর্ম করে জাভেদ - অন্তরাদের মন জয় ব্লাইন্ড স্কুলের ছাত্রীর

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে অরিজিৎ সিং তু ঝুটি ম্যায় মক্কার ছবি থেকে তিনি বেদরদেয়া গানটি গাইছেন। আর সেই গান গাইতে গাইতেই তিনি ভক্তের উদ্দেশ্যে না -সূচক ঘাড় নাড়ছেন। তারপর তাঁকে বসার ইঙ্গিত করতেও দেখা যায় তাঁকে। এরপর নিছকই মজা করে ভয় দেখানোর মতো করে চোখ গরম করেন, করেন মার দেওয়ার ইঙ্গিতও। গায়কের এই কাণ্ড দেখে মজা পেয়েছেন তাঁর অনুরাগীরা। যদিও কেন বা কার সঙ্গে তিনি এমনটা করেছেন সেটা স্পষ্ট নয়।

কে কী বলছেন?

এই ভিডিয়ো গায়কের ফ্যান পেজের তরফে পোস্ট করা মাত্রই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই তাতে মন্তব্য করেছেন। একজন লেখেন, 'দারুণ মজার।' কেউ আবার লেখেন, 'অরিজিৎ পারেও বটে!'

প্রসঙ্গত কিছুদিন আগে লন্ডনের কনসার্ট থেকে একাধিক ভিডিয়ো ভাইরাল হয় অরিজিৎ সিংয়ের। সেখানে একটি ভিডিয়োতে দেখা যায় তাঁকে অনুরাগী আরজি কর কাণ্ডের নির্যাতিতাকে নিয়ে লেখা আর কবে গাইতে বললে গায়ক তার তীব্র বিরোধিতা করেন।

আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পেতেই মহাগুরুর 'নম্রতা'র ঝলক পোস্ট বিজেপির অমিত মালব্যর! পুরোনো ভিডিয়োতে কী বলেছিলেন মিঠুন?

আরও পড়ুন: অটো যায় যাক! মধ্যরাস্তায় শাড়ি পরে দেদার নাচছে যুবতী, পাশে হাঁ করে দেখছেন 'কাকু'! হেসে খুন নেটপাড়া

বায়োস্কোপ খবর

Latest News

ওপেনিং তো করবেন সঞ্জু… রবিবারই কি অভিষেক মায়াঙ্কের? খোলসা করলেন অধিনায়ক সূর্য… Shark Tank-এ বিজ্ঞাপন দিতে শর্ত সুইগির! ‘শার্ক’ হিসেবে চাকরি গেল জোম্যাটোর সিইওর ক্যানসার থেকে ইএনটি- ‘আমরণ অনশনকারী’ ৬ জুনিয়র ডাক্তার আসলে কারা? কেমন আছে শরীর? কেন মোতি মসজিদে নমাজ পড়তে গেল না বাংলাদেশের টিম? কী বলছে গোয়ালিয়র পুলিশ? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.