গত ৯ অগস্ট কলকাতার বুকে যে ন্যক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে, তার প্রতিবাদে সকলেই নিজের নিজের মতো করে সরব হয়েছেন। বাদ যাননি অরিজিৎ সিংও। তিনি একটা আস্ত গান লিখে ফেলেছেন এই ঘটনাকে নিয়ে। দারুণ ভাইরাল হয়েছে সেটা। এখন তো এই প্রতিবাদের নানা ভিডিয়োর নেপথ্যে আর কবে বাজতে শোনা যাচ্ছে। সম্প্রতি অরিজিৎ সিংয়ের লন্ডনে কনসার্ট ছিল। সেখানে এক ভক্ত তাঁকে আর কবে গাওয়ার অনুরোধ করলে তিনি মিষ্টি মুখে বিদ্রুপের স্বরে তাঁকে জবাব দেন।
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অরিজিৎ সিং যখন মঞ্চে গান গাইছেন তখন এক ব্যক্তি তাঁকে আর কবে গাওয়ার অনুরোধ করেন। সেটার অনুরোধে গায়ক বলে ওঠেন, 'ভাই এটা জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আর ওটা ( আর কবে ) আমার শিল্প। তুমি জেতার কথা বলছ ওটা আমার শিল্প। এটা সঠিক সময় নয় ওই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও যাও কলকাতায় যাও। হ্যাঁ, ওখানেই যাও। এখানে অনেক বাঙালি আছেন, যাও গিয়ে কলকাতার পথে নামো।'
এরপর তিনি আরও বলেন সেই ব্যক্তির উদ্দেশ্যে, 'গানটার মনিটাইজ করা নেই, মনিটাইজেশন অফ করা। কপিরাইট নেই কোনও। যে কেউ ওটা ব্যবহার করতে পারেন।'
অরিজিতের ভিডিয়ো শেয়ার তৃণমূল সমর্থকের
এদিন অরিজিতের একটি ভিডিয়ো শেয়ার করেন এক তৃণমূল সমর্থক। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'অরিজিৎ সিং নিজেও জায়গা দেখে প্রোটেস্ট করেন। ওঁর কাজের জায়গাতে প্রোটেস্ট করা উনি পছন্দ করেন না। ওঁকে দেখে বাকিদেরও শেখা উচিত। কাজ করেও প্রোটেস্ট করা যায়।' বলাই বাহুল্য তাঁর নিশানা আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
আরও পড়ুন: 'সৎ চেষ্টা করছেন', আরজি কর কাণ্ডে মমতার তারিফ সৃজিতের, 'ভুয়ো খবর' ছড়ানোয় সংবাদমাধ্যমকে কী বললেন?