মরিশাসে শো করতে গিয়েছিলেন অরিজিৎ সিং। তারই টুকরো ছবি, ভিডিয়োতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে এদিন যে ভিডিয়ো দেখা গেল তা দেখে সবার মুখেই হাসি ফুটেছে। কী হয়েছে? এক ভক্ত আচমকাই তাঁকে জাপটে ধরে চুমু খান। হেসে উত্তরও দেন গায়ক।
মরিশাসে অরিজিতের কনসার্ট
মরিশাসে কনসার্ট ছিল অরিজিতের। সেখানে তাঁকে তাঁর গাওয়া একাধিক পুরনো এবং নতুন গান গাইতে শোনা যায়। চাননা মেরেয়া থেকে জালিমা, তেরে হাওয়ালে, ইত্যাদি গান গেয়ে সকলের মন জিতে নেন অরিজিৎ। কখনও স্টেজের উপর ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে গান, কখনও পিয়ানো বাজিয়ে গান গান। তাঁর ক্যারিশমায় মুগ্ধ হয়ে যান সকলেই।
এদিন তাঁকে স্টেজের মধ্যে বসে পড়ে গান গাইতে দেখা যায়। কখনও আবার এগিয়ে ভক্তদের হাত ছুঁয়ে দেন। কিন্তু সেসবের থেকেও বেশি নজর কেড়েছে অন্য আরেকটি ভিডিয়ো।
আরও পড়ুন: মরিশাসে হঠাৎ যাত্রায় বাধা, গাড়ি থেকে কী বললেন অরিজিৎ?
আরও পড়ুন: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান
এদিন শোয়ের পর অরিজিৎ যখন বেরিয়ে আসছেন তখনও তাঁর জন্য ভক্তরা তারস্বরে চেঁচিয়ে চলেছেন। কেউ বা তাঁর হাত ধরতে চাইছেন। এমন সময় আচমকাই এক ব্যক্তি এসে জাপটে ধরেন তাঁকে। তারপর তাঁকে জড়িয়ে একটা চুমু খান। ভক্তের এ যেন কাণ্ড দেখে হেসে খুন গায়ক। তিনি হেসে আবার তাঁর মাথায় হাত বুলিয়ে দেন।
তবে কেবল এদিনের শোয়ের সময় বা পরে ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে এই উন্মাদনা দেখা গিয়েছিল যে এমনটা একদমই নয়। তিনি যখন এই কনসার্টের জন্য মরিশাসে পৌঁছন তখনও এক খুদে ভক্ত এসে তাঁর পথ আটকায়। হাসিমুখে তার দাবি মেনে অটোগ্রাফ দেন অরিজিৎ। বলেন কথাও।