সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়ে গেল অরিজিৎ সিংয়ের কনসার্ট। আর সেই কনসার্টের একটি মুহূর্তই এদিন রীতিমত ভাইরাল হয়ে যায়। সেখানে গান গাওয়ার পাশাপাশি নাচা ছাড়াও আর কী কাণ্ড ঘটিয়েছিলেন অরিজিৎ?
কী ঘটেছে অরিজিৎ সিংয়ের কনসার্টে?
এদিন অরিজিৎ সিংয়ের একটি ফ্যান পেজের তরফে গায়কের বেঙ্গালুরু কনসার্টের একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে এক অনুরাগী তাঁর কনসার্ট চলাকালীন তাঁকে একটি ফুলের তোড়া উপহার দেন। মঞ্চে তখন 'গেরুয়া' গায়ক আগর তুম সাথ হো গানটি গাইছেন তামাশা ছবিটি থেকে। আর সেই গান গাইতে গাইতে তিনি সেই ফুলের তোড়া থেকে একটি করে গোলাপ ছেঁড়েন এবং সেটা দর্শকদের দিকে একটা একটা করে ছুঁড়ে দিতে থাকেন। বলাই বাহুল্য তাঁর হাতের সেই গোলাপ পাওয়ার আশায় শ্রোতাদের মধ্যে হইচই পড়ে যায়।
এদিন এই ভিডিয়ো ভাইরাল হতেই অরিজিতের কাণ্ডে মুগ্ধ নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'একটাই তো মন আর কতবার জিতবেন?' কেউ আবার লেখেন, 'মাটির মানুষ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমি আপনার শো দেখতে গেলে কেন এসব হয় না?'
প্রসঙ্গত এদিন অরিজিৎ সিংয়ের এই ফ্যান ক্লাবের তরফে তাঁর বেঙ্গালুরু কনসার্টের আরও একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানেই দেখা যাচ্ছে গায়ক মোটেই গান গাইছেন না। তাহলে কি করছেন? গিটার হাতে নিয়ে নাচছেন। শাহরুখ খান, নয়নতারা অভিনীত জওয়ান ছবি থেকে তাঁকে এদিন প্রথম চালেয়া গানটি গাইতে দেখা যায়। তারপর সেই গানের সুরেই তিনি গানটির হুক স্টেপ করেন। আর তাঁর সেই কাণ্ড দেখে মুগ্ধ হয়ে চেঁচাতে থাকেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: 'একা, জুবুথুবু পড়ে থাকে...' 'জঙ্গী পতাকার নিচে' বাংলাদেশের পতাকা! প্রতিবাদে গর্জে উঠলেন তসলিমা
অরিজিৎ সিংয়ের অন্যান্য কনসার্ট
অরিজিৎ সিং বর্তমানে ইন্ডিয়া ট্যুর করছেন। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তে শো করে বেড়াচ্ছেন। আর সেটারই অংশ ছিল গত শনিবারের এই বেঙ্গালুরু কনসার্ট। এরপর হায়দরাবাদে আগামী ৭ ডিসেম্বর তাঁর কনসার্ট আছে। তারপর ফেব্রুয়ারির ২ তারিখ দিল্লিতে, মার্চের ২৩ তারিখ মুম্বইতে এবং এপ্রিলের ২৭ তারিখ চেন্নাইতে শো আছে তাঁর এই ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে। বেঙ্গালুরু দিয়েই শুরু হল সেই ট্যুরের সফর।