দুজনেই বাংলা সম্পদ। একসঙ্গে জুটি বাঁধলেই ম্যাজিক তৈরি হবে সেটাই স্বাভাবিক। গত বছরের অন্যতম হিট গান ‘দশম অবতার’-এর ‘বাউন্ডুলে ঘুড়ি’, যা উপহার দিয়েছেন অনুপম রায় ও অরিজিৎ সিং। আবারও নতুন কিছু উপহার দিতে চলেছেন তাঁরা, এমনই ইঙ্গিত অনুপমের নতুন পোস্টে।
সোশ্যাল মিডিয়ায় দুজনেই রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। অনুপমের ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি গত কয়েক মাসে। সেই নিয়ে অবশ্য মাথা ঘামাতে রাজি নন অনুপম। পিয়া-পর্ব পেরিয়ে নিজের মতো করে জীবন গুছিয়ে নিচ্ছেন তিনি। অন্যদিকে খ্যাতির শীর্ষে থেকেও শিকরের টানে মাটি কামড়ে পড়ে রয়েছেন অরিজিৎ। মুর্শিবাদের জিয়াগঞ্জের বাড়িতেই স্ত্রী-পুত্রদের নিয়ে গায়কের সংসার।
বয়স্ক বাবাকে ছেড়ে মুম্বইতে থাকতে রাজি নন অরিজিৎ। মঙ্গলবার রাতে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে হাজির অনুপম! অরিজিতের শহরে অনুপম পৌঁছেছিলেন শো করতে। জিয়াগঞ্জ শ্রীপত সিং কলেজের বার্ষিক অনুষ্ঠান শেষ করে অরিজিতের বাড়িতে ডিনার সারতে হাজির অনুপম। হ্যাঁ, কাজের সূত্রে নয় অরিজিতের আমন্ত্রণেই সেখানে পৌঁছেছিলেন অনুপম। তবে দুই শিল্পী একসঙ্গে বসলে গান নিয়ে কথা হবে সেটাই স্বাভাবিক।
অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে রয়েছে গায়কের নিজস্ব স্টুডিও, সেখানে বসেই জমিয়ে আড্ডা হল দুজনের। ফেসবুকে সেই ছবি পোস্ট করে অনুপম লেখেন-'বাউন্ডুলে ঘুড়ি'। প্রবল শীতে কাবু অরিজিত, বুঝিয়ে দিচ্ছে গায়কের পোশাক।
মঙ্গলবার শ্রীপত সিং কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে দেন অনুপম। তাঁর গানে মুগ্ধ সকলে। ছাত্রছাত্রীদের মন জিতে অরিজিতের বাড়িতে পৌঁছান অনুপম। একফ্রেমে দুই প্রিয় গায়ককে দেখে মুগ্ধ অনুরাগীরা। এক নেটিজেন লেখেন, ‘দুজনেই অনুপ্রেরণা, পছন্দের গায়ক’। এক উৎসুক ভক্ত লেখেন, ‘তবে নতুন কিছু আসছে নাকি?’ আরেকজন লেখেন, ‘সবচেয়ে প্রিয় দুইজন শিল্পী একই ফ্রেমে’।
ছবির সঙ্গীত পরিচালনার পাশাপাশি স্টেজ শো নিয়ে এখন বেজায় ব্যস্ত অনুপম। রাজ্যের নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে কনসার্টের পাশাপাশি চুটিয়ে প্লে-ব্যাক করে চলেছেন অরিজিৎ। হিন্দির পাশাপাশি বাংলাতেও নিয়মিত গান করছেন অরিজিৎ।
দশম অবতারের পাশাপাশি গত বছর অনুপমের ‘অর্ধাঙ্গিনী’ ছবির গানও কম্পোজ করে প্রশংসিত এবং পুরস্কৃত অনুপম। সদ্য অনুষ্ঠিত WBFJA (ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড)-এর মঞ্চে ‘আলাদা আলাদা’র জন্য সেরা গীতিকারের সম্মান পেয়েছেন অনুপম। এছাড়াও 'আমি সেই মানুষটা আর নেই, গানের জন্য সেরা পুরুষ কন্ঠশিল্পীর সম্মান কুড়িয়েছেন।