এই তো মাত্র কয়েকদিন আগের খবর। এদেশে এসে সোজা অরিজিৎ-এর জিয়াগঞ্জের বাড়িতে পৌছে গিয়েছিলেন বিশ্ববিখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্স। সেখানেই একসঙ্গে জ্যামিং সেশনে মজতে দেখা গিয়েছিল অরিজিৎ ও মার্টিনকে। আর এবার অরিজিৎ-এর সঙ্গে মিলে মুম্বই-এর ডিওয়াই পাতিল স্টেডিয়ামের মঞ্চ কাঁপালেন মার্টিন গ্যারিক্স।
দিনটা ছিল ১৪ মার্চ, গোটা দেশ তখন হোলি উৎসবে ডুবে। ঠিক তখনই ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪৫হাজার অনুরাগীর সামনে হোলি উদযাপন করলেন এই দুই তারকা। গান গাইতে গাইতেই মঞ্চে রাখা আবির নিয়ে একে অপরকে মাখিয়ে দেন অরিজিৎ ও মার্টিন। আর সেটা দেখে তখন উল্লাসে ফেলে পড়েছিলেন উপস্থিত দর্শকরা। কিছুটা আবির দর্শকদের উদ্দেশ্যেও ছুড়ে দিয়ে দেখা গেল এই দুই তারকাকে।
আরও পড়ুন-প্রিয়দর্শনী হাকিমের আয়োজনে ইফতার পার্টিতে হাজির রচনা, রোজা শেষে জমিয়ে হল খাওয়া-দাওয়া
এদিন মার্টিন গ্যারিক্স তাঁর আইকনিক হিট গানগুলি গেয়ে পারফর্ম করেন, যার মধ্যে ছিল ‘অ্যানিম্যালস’, ‘হাই অন লাইফ’ এবং ‘সামার ডেজ’-এর মতো গান । শেষে, দুই শিল্পী - অরিজিৎ ও মার্টিন তাঁদের সাম্প্রতিক যৌথ উদ্যোগে তৈরি ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’ গানে একটি শ্বাসরুদ্ধকর পারফরম্যান্স তুলে ধরেন। যে গানটি কিনা দু'দিন আগেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে বসে তাঁর সঙ্গে মিলে তৈরি করেছিলেন গ্য়ারিক্স।
এদিন গ্যারিক্সের সুরের সঙ্গে অরিজিৎ-এর প্রাণবন্ত কণ্ঠ মিশে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আর দর্শক-শ্রোতারাও তখন তা শুনেউল্লাসে ফেটে পড়েছিলেন। শো চলাকালীন চারিদিকে আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠেছিল আকাশ। সেই দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো ছিল তো বটেই। শোয়ের বেশকিছু ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন মার্টিন গ্য়ারিক্স।
গত ৮ মার্চ অরিজিৎ-এর জিয়াগঞ্জের বাড়ি থেকে যখন ছবি ও ভিডিয়ো শেয়ার করেছিলেন বিশ্ববিখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্স, তখন তা দেখে চোখ কপালে উঠেছিল নেটপাড়ার। সেই পোস্টটি তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা ছিল, ‘এঞ্জেলস ফর ইচ আদার @arijitsingh-এর সঙ্গে। শীঘ্রই আপনাদের জন্য আসছে।’
তাঁর শেয়ার করা সেই ভিডিওতে দেখা গিয়েছিল অরিজিৎ সিং-এর মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে চলছে দুই গয়াকের জ্যামিং সেশন। ভিডিয়োতে অরিজিৎকে জড়িয়ে ধরতেও দেখা যায় গ্যারিক্সকে। আর উৎসাহের সঙ্গে বলেন, ‘লেটস স্টার্ট…’ অর্থাৎ চলো শুরু করি। অরিজিতের বাড়ির স্টুডিওতেই দুজনকে একসঙ্গে গান রের্কডিং করতে দেখা যায়। হিন্দি ও ইংরেজি দুটি ভাষাই ব্যবহার করা হয়েছে গানে। গানের কথা খানিক এইরকম…
‘সঙ্গ মে রহু, কিতনা ভি হো অন্ধেরা, অর জিকর হো তেরা, মেরি হর দুয়া মে… লাইফ উইল বি বিউটিফুল, নো (know) দ্যাট ইউ আর নট অ্য়ালোন, উই রাইজ অ্যান্ড উই ফল, আই সি হু ইউ আর…’।