তিনি অরিজিৎ সিং। শুধু গায়ক হিসাবে সকলের মন ছুঁয়ে যাওয়াই নয়, মাটির মানুষ হিসাবেও অরিজিতের বিশেষ পরিচিতি রয়েছে। এই মুহূর্তে বলিউডের সবথেকে নামী ও দামি প্লেব্যাক সিঙ্গার তিনি। তবুও ব্যক্তিগত জীবনে জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলে হয়েই বাঁচতে চান অরিজিৎ। তিনি বিনয়ী, নম্র, আকাশ ছোঁয়ার পরও মাটিতে পা রেখে চলতেই পছন্দ করেন, তাঁর এই পরিচয় বহুবার পেয়েছেন অনুরাগীরা। সম্প্রতি অরিজিৎ সিং-এর পুণের শো শেষে আরও একবার সেই উদাহরণই সামনে এল।
সম্প্রতি পুণের শোয়ের পর অরিজিৎ দেখা করতে গিয়েছিলেন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অজয় পোহানকর-এর সঙ্গে। যে গেরুয়া হুডি ও মাথায় আকাশি রঙের পাগড়ি বেঁধে তিনি শো করছিলেন, অজয় পোহানকরের সামনে সেই পোশাকেই দেখা যায় অরিজিৎকে। কিংবদন্তির সঙ্গে দেখা হতেই শ্রদ্ধায় মাথা নত করে নেন অরিজিৎ। কিংবদন্তির পায়ের কাছে হাঁটুগেড়ে বসে, পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। অরিজিতের গানের প্রশংসা করতেও শোনা যায় অজয় পোহানকরকে। সেই সুন্দর মুহূর্তটি উঠে এসেছে অরিজিৎ সিং-এর ফ্যান পেজের সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিডিয়োটির ক্যাপশানে লেখা হয়েছে, ‘সাফল্যের সাধ্য নেই মানুষটাকে পাল্টায় , তিনি যে অরিজিৎ সিং , সেই জিয়াগঞ্জের পাড়ার ছেলেটা।’
আরও পড়ুন-প্রেমিকার কথা জানাজানি হওয়ার পর প্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির, কোথায় গিয়েছিলেন?
প্রসঙ্গত, ১৬ মার্চ পুণের গহুঞ্জে স্টেডিয়ামে ছিল অরিজিৎ সিং-এর কনসার্ট। সেখানেও বিশ্ববিখ্যাত মার্টিন গ্যারিক্সের সঙ্গে জমিয়ে পারফর্ম করতে দেখা যায় অরিজিৎকে। ওইদিন তাঁদের তাঁদের জমাটি পারফরম্যন্সে মুগ্ধ শ্রোতারা। সেদিন অরিজিৎ সিং-এর কনসার্টের জন্য পুণেতে তীব্র ট্রাফিক জ্যামেরও খবর মেলে। পুণে কনসার্টে অরিজিৎ-এর শোয়ের টিকিটের দাম ছিল ৫,৯৯৯ থেকে শুরু করে সর্বোচ্চ ১৫,৯৯৯ টাকা পর্যন্ত। অথচ নিমেষেই বিক্রি হয়ে যায় সমস্ত টিকিট।
অরিজিৎ সিং ৩০ নভেম্বর, ২০২৪ থেকে ২৭ এপ্রিল, ২০২৫ পর্যন্ত দেশের পাঁচটি শহরে একাধিক কনসার্টের কথা ঘোষণা করেছেন। এর আগে ১৪ মার্চ মুম্বইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামেও মার্টিন গ্যারিক্সের সঙ্গে পারফর্ম করেন তিনি। শো চলাকালীন অরিজিৎ ও মার্টিনের হোলি খেলার ভিডিয়োও ভাইরাল হয়।