মঞ্চে যদি থাকেন অরিজিৎ সিং, তাহলে সেই অনুষ্ঠান ঘিরে মানুষের উপচে পড়বেই। তাঁর গানের মূর্ছনায় বুঁদ হয়ে থাকেন ছোট থেকে বড়। এই মুহূর্তের দেশের বিভিন্ন প্রান্তে শো করতে ব্যস্ত জনপ্রিয় এই গায়ক। উপচে পড়া ভিড়ে অনেকসময়ই বিশৃঙ্খলাও তৈরি হতে পার। আর তখন সেই ভিড় সামলানোও বেশ কঠিন হয়ে পড়ে আয়োজকদের পক্ষে। ২৩ মার্চ রবিবার মুম্বই-এর বিকেসি-র জিও ওয়ার্ল্ড গার্ডেনে ছিল অরিজিতের শো। স্বভাবতই সেই শো ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। একইভাবে ২৫ মার্চও জিও ওয়ার্ল্ড গার্ডেনে রয়েছে অরিজিতের দ্বিতীয় শো।
তবে অনেকেই হয়ত জানেন না অরিজিতের কনসার্ট ঘিরে বেশকিছু জিনিসের উপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা। অনুষ্ঠানে কী কী আনা যাবে, আর কী আনা যাবে না, তা আগে থেকেই আয়োজকদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
কী কী জিনের উপর ছিল নিষেধাজ্ঞা?
জানা যাচ্ছে, ওইদিন লাইটার সহ যে কোনও ধরনের দাহ্য বস্তুর উপর নিষেধাজ্ঞা ছিল। অনুষ্ঠানে কোনও রকমের মাদকদ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। এছাড়াও সাফ জানানো হয়েছিল, কোনও রকমের ধারালো অস্ত্র সহ কোনও ধারালো জিনিস সঙ্গে রাখা যাবে না। রাখা যাবে না পেশাদার রেকর্ডিং সরঞ্জাম। মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরা অনুমোদিত হলেও, উচ্চমানের ক্যামেরা, ট্রাইপড এবং অন্যান্য পেশাদার সরঞ্জাম নিয়ে কনসার্ট ভেন্যুতে নিয়ে প্রবেশের অনুমতি ছিল না।
২৩ মার্চ মুম্বইয়ের মুম্বই-এর বিকেসি-র জিও ওয়ার্ল্ড গার্ডেনে শো করার আগে ১৬ মার্চ পুণের গহুঞ্জে স্টেডিয়ামে ছিল অরিজিৎ সিং-এর কনসার্ট। তারও আগে আগে ১৪ মার্চ মুম্বইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পারফর্ম করেন অরিজিৎ। যে দুই অনুষ্ঠানে অরিজিতের সঙ্গে পারফর্ম করেন মার্টিন গ্যারিক্স। মুম্বইয়ে শো চলাকালীন অরিজিৎ ও মার্টিনের হোলি খেলার ভিডিয়োও ভাইরাল হয়। যে মার্টিন গ্যারিক্স কিনা কিছুদিন আগেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতেও সময় কাটিয়ে গিয়েছিলেন।
আবার পুণের শোতে অরিজিতের সঙ্গে পারফর্ম করেন গায়িকা নীতি মোহনও। সেদিন আবার আবেগতাড়িত হয়ে স্টেজের পাশে কনসার্টের পড়ে হাউহাউ করে কেঁদেও ফেলেছিলেন নীতি। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রসঙ্গত, অরিজিৎ সিং ৩০ নভেম্বর, ২০২৪ থেকে ২৭ এপ্রিল, ২০২৫ পর্যন্ত দেশের পাঁচটি শহরে একাধিক কনসার্টের কথা ঘোষণা করেছিলেন।