অরিজিৎ সিং-এর গান মানেই সেনসেশন। আজকাল তো অরিজিতের গান ছবিতে থাকা মানেই সুপার ডুপার হিট। ফের সেরকমই এক চমক নিয়ে এলেন বাংলার ছেলে। জলদিই আসছে মনি রত্নমের পন্নিয়িন সেলভানের সিক্যুয়েল। ছবিটি সারা ভারতে ২৮ এপ্রিল একসঙ্গে ৫টি ভাষায় মুক্তি পাবে। আর এবার সামনে এল পন্নিয়িন সেলভান ২-এর ‘মেরা আসমান জল গয়া’ গানটি।
গানটি গেয়েছেন অরিজিৎ সিং। কথা গুলজারের। সংগীত পরিচালনা করেছেন এআর রহমান। ইতিমধ্যেই গানটি জায়গা করে নিয়েছে অসংখ্য সংগীতপ্রেমীর মনে। আর অরিজিত-ভক্তদের কাছে তো এটা ইদের উপহার হয়ে এসেছে। ভালোবাসা আর বিচ্ছেদের সবচেয়ে ভালো মেলবন্ধন বললেও ভুল হয় না। শুনে নিন গানটি-
পন্নিয়ন সেলভন ২-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিক্রম, জয়ম রবি, ঐশ্বর্য রাই, ত্রিশা এবং কার্তি। তামিল সিনেমার ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ছবি। প্রথম পার্ট পেয়েছিল অভাবনীয় সাফল্য। শুধু যে সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় ছবিখানা তা নয়, বক্স অফিসেও পায় কাঙ্খিত সাফল্য। ৫০০ কোটির উপর ঘরে তুলেছিল এই ছবি। আরও পড়ুন: আলিয়ার চটি যশ চোপড়ার বাড়ির অন্দরে রাখল রণবীর, তাও আবার ঠাকুরের প্রদীপের সামনে!
গানে মুগ্ধ এক শ্রোতা ইউটিউবের কমেন্ট সেকশনে লিখলেন, ‘অরিজিৎ সিং আর এআর রহমান শুধু দুটো নাম নয়, অবেগ। সারা বিশ্বের মানুষের কাছে।’ আরেকজন লেখেন, ‘অরিজিৎ সিং-কে কেউ কখনও পিছনে ফেলতে পারবে না। ছেলেটার মন ছুঁয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে।’ তৃতীয় জনের মন্তব্য, ‘অরিজিৎ সিং অতুলনীয়। যত গান শুনি ততই যেন ভালোবেসে ফেলি।’ আরও পড়ুন: ইদি এল সলমনের থেকে, আমিরের সঙ্গে এবারের ইদ পালন করলেন ভাইজান
এদিকে অরিজিৎ ভক্তরা দিনকয়েক আগেই পেয়েছেন সুখবর। আর তা হল পাঠানের ‘ঝুমে জো পাঠান’-এর পর শাহরুখের লিপে আরও একটি গান গাওয়ার সুযোগ এসেছে তাঁর কাছে। আর সেটা হল জাওয়ান ছবিতে। ETimes-এর এক প্রতিবেদন অনুসারে জওয়ানের পরিচালক অ্যাটলি ও সুরকার অনিরুদ্ধ রবিচান্দের অরিজিৎকে জওয়ানে গান গাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শাহরুখও খুশি এই সিদ্ধান্তে। পাঠানের পর আরও একবার অরিজিৎকে সঙ্গে পেয়ে খুশি বলিউডের বাদশাও।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)