১৪ অগস্ট পথে নেমেছিল গোটা বাংলার মানুষ। লক্ষ্য একটাই মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ চাই। নির্ভয়ে যেন তাঁরা পথে নামতে পারেন দিনের যে কোনও সময়। এবং অবশ্যই আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের খুনের বিচার চাই, দ্রুত। এরই মধ্যে অরিজিৎ সিংয়ের পুরনো একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'দুই মেয়ের মা হিসেবে...' শঙ্খ বাজিয়ে রাত দখল নীলাঞ্জনার, পাশে রইলেন সারা-জারা
আরও পড়ুন: ছেলের সঙ্গে নয়, আরজি করের প্রতিবাদে একাই মধ্যরাতে রাজপথে নামলেন সৃজিতের মা!
কী ঘোষণা করেছিলেন অরিজিৎ?
পুরনো ভিডিয়োয় অরিজিৎ সিংকে মাইক হাতে বলতে দেখা গিয়েছে, 'ফেসবুকে খালি স্ট্যাটাস দিলে হবে না কিন্তু কাকা। ফেসবুক, টুইটার করে কিছু হবে না হ্যাঁ? আমি নিজেও এসব একদমই পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ?'
এরপর তিনি আবারও বলেছিলেন, 'আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোস আর আমাদের ট্রাস্ট প্রচুর সহযোগিতা চাই আপনাদের, আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি রেপ। অনেক ধন্যবাদ।'
প্রসঙ্গত অরিজিৎ কিছুদিন আগেই অসুস্থতার জন্য তাঁর কনসার্ট পিছিয়ে দিয়েছেন। কিন্তু তাই বলে এই সময় তিনি বাড়ি বসে থাকলেন না। উল্টে সহনাগরিকদের সঙ্গে পথে নামলেন। প্রতিবাদে যোগ দিলেন।
কী ঘটেছে ১৪ অগস্ট ?
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায় তিনি ধর্ষিত হয়েছেন। আর সেটারই প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ১৪ অগস্ট 'রাত দখল' করেন মহিলাটা। যোগ দেন পুরুষরাও। বেঙ্গালুরু, মুম্বইতে চলে জমায়েত। আরজি কর হাসপাতালে এদিন প্রবল ভাঙচুর এবং ধস্তাধস্তি চলে।
আরও পড়ুন: 'শাসক ভয় পায় কেন?', 'রাত দখল'- এর রাতেই আরজি করে প্রবল ভাঙচুর, প্রতিবাদে সরব ঋত্বিক-অঙ্কুশ
আরজি করের জন্য প্রতিবাদে সামিল টলিউড
টলিউডের অনেকেই এদিন পথে নেমেছিলেন। আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে সাধারণ মানুষ প্রতিবাদে সরব হলেও টলিউডের সেলেবরা নাকি তেমন ভাবে গর্জে ওঠেননি। এমনটাই দাবি করেছিলেন অনেককে। কারও কারও আবার ধারণা ছিল তাঁরা রাজনৈতিক চাপে নাকি 'রাত দখলে' জমায়েতেও আসবেন না। কিন্তু সেটা ভেঙে দিলেন খোদ তারকারাই। এদিন আরজি করের তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে বিচার চেয়ে পথে নামল টলিউডের একাংশ। রাত দখলে সহনাগরিকদের সঙ্গে বিচার চাই স্লোগানে কণ্ঠ মেলালেন শুভশ্রী, পার্নো, মিমি, সহ অন্যান্যরা।