জনপ্রিয়তার শিখরে থাকলেও বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন অরিজিৎ সিং। তারকা হলেও মাটিতে পা রেখে সাদাসিধে জীবনযাপনেই রয়েছে অরিজিতের ভালোলাগা। এদিকে নেটদুনিয়ায় হঠাৎই ফাঁস হয়েছে অরিজিতের ব্যক্তিগত মুহূর্ত। ছবিটি পোস্ট করা হয় অরজিতের ফ্যানক্লাবের তরফে। খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হয়। আর তাতেই বেজায় চটেছেন অরিজিতের অনুরাগীদের একাংশ।
কিন্তু কী এমন রয়েছে সেই ছবিতে?
সোশ্যালে ভাইরাল হওয়া ছবিতে স্ত্রী কোয়েল সিং-এর গালে আদরের চুম্বনে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে অরিজিতকে। প্রচারের স্বার্থে এমন ছবি তারকাদের পোস্ট করা খুবই সাধারণ ঘটনা। তবে অরিজিৎ বরাবরই সেসমস্ত প্রচারমুখী তারকাদের থেকে আলাদা। তিনি প্রচারবিমুখ। আর তাই গায়কের পছন্দকে গুরুত্ব দিয়ে তাঁর ব্যক্তিগত জীবন এভাবে সামনে আনার পক্ষপাতী নন অনুরাগীদের একাংশ।
এই পোস্টের নিচে কেউ লিখেছেন, 'দয়া করে এধরনের ব্যক্তিগত ছবি পোস্ট করবেন না।' কারোর মন্তব্য ‘ব্যক্তিগত ছবি পোস্ট করা ভীষণভাবেই অনুচিত, দয়া করে ডিলিট করুন'। কারোর কথায়, ‘অরিজিৎ স্যার ও তাঁর স্ত্রী দুজনকেই ভালো লাগছে, তবে দয়া করে এধরনের পোস্ট মুছে দিন, তা না হলে যে কেউ যা খুশি মন্তব্য করা শুরু করবেন, তা কাম্য নয়’।
এদিকে ইকোপার্কে অরিজিতের কনসার্ট বাতিল হলেও, ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই অরিজিতের কনসার্ট হচ্ছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। তবে ইকোপার্কের বদলে কনসার্ট হচ্ছে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। চমকের শেষ এখানেই নয়। এটাই হবে কলকাতায় অরিজিতের সবচেয়ে দীর্ঘ (সময়ের নিরিখে) কনসার্ট। তিন ঘন্টা ধরে পারফর্ম করবেন অরিজিৎ, থাকবে অজস্র বাংলা গান।
তবে গত মাসে আচমকাই প্রকাশ্যে আসে অরিজিতের কনসার্টের অনুমতি বাতিল করেছে হিডকো কর্তৃপক্ষ। শেষমুহূর্তে ইকো পার্কে কনসার্টের অনুমতি না মেলায় মাথায় হাত পড়েছিল আয়োজকদের। কারণ গোটা কনসার্টই কার্যত ‘সোলড আউট’। আয়োজক ‘পেটিএম ইনসাইডার’-এই কনসার্টের সর্বোচ্চ টিকিট মূল্য রেখেছিল ৫০ হাজার, তাও কাটতে পিছপা হয়নি তিলোত্তমার অরিজিৎ ভক্তরা। তারপর থেকেই খোঁজ শুরু হয়েছিল বিকল্প ভেনুর। এবার সেই খোঁজ শেষ।