বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে অরিজিৎ, গায়কের এই মিষ্টি ছবিটাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Arijit Singh: মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে অরিজিৎ, গায়কের এই মিষ্টি ছবিটাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভাইরাল অরিজিতের পুরনো ছবি। 

 আর কদিন বাদেই রয়েছে গায়ক অরিজিৎ সিং-এর কলকাতা কনসার্ট। তার আগে একটি ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবিখানা। দেখে নিন-

ছেলেটা নিজের মিষ্টি স্বভাব দিয়ে প্রথম থেকেই যেন মন ছুঁয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার। এখন তো কোটি কোটি ভক্ত। নিজেও সেভাবে পোস্ট করেন না। কালেভদ্রে আসে দরকারি এক-একখানা পোস্ট। তবে তাঁর নামে রয়েছে কয়েক হাজার ফ্যান পেজ। সেখানে গায়কের ভক্তরা প্রায়ই তাঁর নানা ছবি-ভিডিয়ো শেয়ার করে থাকে। আর সেগুলো তারপর নিমেষে মন জিতে নেয় নেটপাড়ার।

সম্প্রতি অরিজিতের ভাইরাল হওয়া ছবিখানায় দেখা গেল তিনি মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছেন। মুখে সেই সহজ-সরল, নিষ্পাপ, মিষ্টি হাসিটা। বরাবরই খুব সাধারণ জাপনে অভ্যস্ত তিনি। জিয়াগঞ্জের সেই নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ছেলেটা নিজের মধ্যে সেভাবে পড়তে দেননি বিত্ত বা খ্যাতির প্রভাব। তাই তো এখনও বাইক নিয়ে বেরিয়ে পড়েন নিজের শহরে। ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন আর পাঁচটা মা-বাবার মতো। আবার কখনও নিজের স্কুলে গিয়ে শিক্ষিকার পায়ের কাছে বসে ছবি তোলেন। আরও পড়ুন: ‘আমার শহরে আসছে…’, অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট নিয়ে সোশ্যালে কী লিখলেন রূপম ইসলাম

অরিজিতের মায়ের সঙ্গে তোলা এই ছবিটা আরও এক কারণে বিশেষ। কারণ ২০২১ সালে মা অদিতি সিং-কে হারিয়েছেন তিনি। করোনায় অদিতিকে ভর্তি করা হয়েছিল শহরেররই এক বেসরকারি হাসপাতালে। ইকমো সাপোর্টে রাখা হয়েছিল। অরিজিতের মায়ের জন্য রক্তও চাওয়া হয়েছিল ফেসবুকে সেই সময়। অরিজিৎ নিজেও লিখেছিলেন, ‘যাঁরা আমায় সাহায্য করতে চাইছেন, তাঁদের অনেক ধন্যবাদ। তবে আমার যশ বা খ্যাতির জন্য কিছু করতে যাবেন না। এখন খুব জরুরি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে। কারও একার পাশে নয়।’ তবে শেষরক্ষা হয়নি। বাঁচানো যায়নি অরিজিতের মাকে। মাতৃহারা সন্তানের কাছে তাই তো একসঙ্গে ফ্রেমবন্দি প্রতিটা মুহূর্তই বিশেষ।

আপাতত ১৮ ফেব্রুয়ারি অ্য়াকোয়াটিকাতে হবে অরিজিৎ সিং-এর শো। ইতিমধ্যেই শো প্রায় হাউজফুল। টিকিট নিয়ে মারামারি চলছে বলা যায়। যদিও এই লাইভ শো হওয়ার কথা ছিল ইকোপার্কে। তবে একেবারে শেষ মুহূর্তে এসে ইকো পার্ক কতৃপক্ষের তরফ থেকে ক্যানসেল করা হয় শো। সেইসময় রটে যায়, কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে রং দে তু মোহে গেরুয়া গাওয়ার জন্য নাকি অরিজিতের উপরে রেগে গিয়েছে মমতার তৃণমূল সরকার। তখন ফিরহাদ হাকিম-সহ একাধিক তৃণমূল নেতা জানান, এমন কোনও ব্যাপার নেই। ইকো পার্কের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। কারণ ভিড় বেশি হলে পার্কের বড় ক্ষতি হয়। এরপর ভেন্যু হিসেবে সামনে আসে অ্যাকোয়াটিকার নাম। 

বায়োস্কোপ খবর

Latest News

কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.