সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়ে গেল অরিজিৎ সিংয়ের কনসার্ট। সেখানকারই একটি ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে এক ভক্তের কাছে ক্ষমা চাইছেন অরিজিৎ সিং। কিন্তু কী ঘটেছে হঠাৎ?
কী ঘটেছে অরিজিৎ সিংয়ের বেঙ্গালুরু কনসার্টের?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অরিজিৎ সিং তাঁর গাওয়া গানগুলো মেডলি গাইছেন। আধুরি বাত বাকি হ্যায় থেকে সজনা তেরে বিনা গাইছেন। আর এই গানগুলো গাইতে গাইতেই তাঁকে মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা এই ভক্তের উদ্দেশ্যে ইশারা করতে দেখা যায়। তবে হাবভাব দেখে নেটিজেনদের মনে হয়েছে সেই ব্যক্তি কিছু আবদার করেছেন যেটা না রেখেই এই গান গায়ক ধরেছেন। তাই ইশারায় হাত জোড় করে তাঁর থেকে ক্ষমা চান। এমনকি কান ধরেন। ইশারায় বোঝান এরপর সেটা করবেন।
অরিজিৎ সিংয়ের এই কাজে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'কী সুন্দর ব্যবহার। দর্শকদের সঙ্গে কী সুন্দর যোগাযোগ।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'অরিজিৎ সিং মানেই এমন মিষ্টতা।'
হায়দরাবাদের বিমানে অরিজিৎ সিং
এদিন অরিজিৎ সিংয়ের আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অরিজিৎ সিং। একেবারে মুখ, চোখ ঢেকে, সানগ্লাস পরে বিমানে উঠেছেন। তাঁকে দেখেই ভিডিয়ো করা শুরু করেছেন তবে সহযাত্রীরা। যদিও কারও সঙ্গেই কথা বলেননি তিনি।
বেঙ্গালুরু কনসার্টে অরিজিৎ সিংয়ের নাচ
এদিন অরিজিৎ সিংয়ের একটি ফ্যান ক্লাবের তরফে তাঁর বেঙ্গালুরু কনসার্টের একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানেই একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে গায়ক মোটেই গান গাইছেন না। তাহলে কি করছেন? গিটার হাতে নিয়ে নাচছেন। শাহরুখ খান, নয়নতারা অভিনীত জওয়ান ছবি থেকে তাঁকে এদিন প্রথম চালেয়া গানটি গাইতে দেখা যায়। তারপর সেই গানের সুরেই তিনি গানটির হুক স্টেপ করেন। আর তাঁর সেই কাণ্ড দেখে মুগ্ধ হয়ে চেঁচাতে থাকেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: হিন্দির পাশাপাশি টলিউডেও কাজ করতে চান ইমতিয়াজ? বললেন, 'ওটার জন্য আমায়...'
অরিজিৎ সিংয়ের অন্যান্য কনসার্ট
অরিজিৎ সিং বর্তমানে ইন্ডিয়া ট্যুর করছেন। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তে শো করে বেড়াচ্ছেন। আর সেটারই অংশ ছিল গত শনিবারের এই বেঙ্গালুরু কনসার্ট। এরপর হায়দরাবাদে আগামী ৭ ডিসেম্বর তাঁর কনসার্ট আছে। তারপর ফেব্রুয়ারির ২ তারিখ দিল্লিতে, মার্চের ২৩ তারিখ মুম্বইতে এবং এপ্রিলের ২৭ তারিখ চেন্নাইতে শো আছে তাঁর এই ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে। বেঙ্গালুরু দিয়েই শুরু হল সেই ট্যুরের সফর।