ভালোবাসা অর্জন করার রাস্তাটা বেশ ভালোই জানা আছে অরিজিতের। তাই মাত্র কয়েকবছরের কেরিয়ারেও লাখ লাখ ফ্যান। জিয়াগঞ্জের এক সাধারণ পরিবারের ছেলেটা রিয়েলিটি শো ফেম গুরুকুলের হাত ধরে প্রথম ক্যাতির জগতে পা রেখেছিলেন। যদিও সেই রিয়েলিটি শো জিততে পারেননি। এমনকী, পৌঁছতে পারেননি ফাইনালেও। তবে তাতে কি, অরিজিতের সুরেলা গলা সাফল্যের রাস্তা ঠিকই খুঁজে নিয়েছে।
আড়ম্বরহীন জীবনই পছন্দ অরিজিতের। সোশ্যাল মিডিয়া খুব কমই ব্যবহার করেন তিনি। এমনকী, গায়কের পরিবারও থাকে লাইমলাইট থেকে দূরে। তবে তাতে কি, অরিজিতের নামে রয়েছে একাধিক ফ্যান পেজ। আর সেখান থেকে গায়কের একাধিক মুহূর্তের আপডেট দেওয়া হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: ‘অভিনয় না জানলে…’, সৌমিতৃষাকে নিয়ে মুখ খুললেন ‘প্রধান’ প্রযোজক অতনু
সেরকমই এক ফ্যানপেজের তরফ থেকে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অরিজিতের লাইভ কনসার্টে এসে গায়ককে দেখে চোখে জল এক মহিলার। কিছুতেই নিজের ইমোশন ধরে রাখতে পারছেন না। ব্যাপারটা নজরে পড়ে অরিজিতের। আর গান গাইতে গাইতে হাত দিয়ে হাসার ইঙ্গিত করতে থাকেন ওই মহিলাকে। এমনকী ছুঁড়ে দেন ফ্লাইং কিসও। আরও পড়ুন: ‘বাড়ির পরিচারকদের থেকে হিসেব নেয় প্রতি সপ্তাহে’, ক্যাটরিনার স্বভাব ফাঁস ভিকির
অরিজিতের এই ব্যবহার মন কেড়ে নিয়েছে তাঁর অনুরাগীদেরও। একজন লিখলেন, ‘এই ছেলেটাকে ভীষণ ভালোবাসি। ভীষণ খাঁটি একটা মানুষ।’ আরেকজন লিখলেন, ‘মন ছুঁয়ে গেল…. এত্ত ভালোবাসা।’
আপাতত, খুব হিট সারা-ভিকির ‘জারা হটকে জারা বাঁচকে’ সিনেমা থেকে অরিজিৎ সিং-এর গলায় 'ফির অউর কেয়া চাহিয়ে' গানটি। সচিন-জিগরের পরিচালনায়, অমিতাভ ভট্টাচার্যের লেখা গানটিকে গায়কের সুরেলা গলা এক অন্য মাত্রা দিয়েছে। ইনস্টাগ্রামে ট্রেন্ড করছে গানটি। প্রায় প্রত্যেকেই বানিয়ে ফেলেছেন রিল। এর আগে ঠিক একইভাবে হিট হয়েছিল ‘ঝুমে জো পাঠান’। প্রসঙ্গত, শাহরুখের জাওয়ান-এও অরিজিতের গলায় একটি গান থাকার কথা রয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)