লন্ডনের কনসার্টে এড শিরানের সঙ্গে অরিজিৎ সিং-এর যুগলবন্দী ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। গায়ক নিজেই এড শিরানের সঙ্গে সেই অনুষ্ঠানের কয়েকটুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে যখন এড শিরান মঞ্চে ওঠেন, তখন যেভাবে ঝুঁকে পড়ে পা ছুঁতে যান, তা মন ছুঁয়ে নিয়েছে গোটা বিশ্বের। ভারতের এক নম্বরে থাকা গায়কের এই সৌজন্যবোধ, এখন চর্চায়। তবে সেই অরিজিৎই কিন্তু রেগে শ্রোতা যখন স্টেজের উপরে রাখলেন খাবারের প্যাকেট।
‘arijit singh concerts update’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সামনের সারিতে থাকা এক শ্রোতা, তাঁর অর্ধেক খাওয়া খাবারের প্যাকেট ও পানীয় রাখে স্টেজের উপরে। কোনো কথা না বলেই, তা তুলে নেন অরিজিৎ। এবং তুলে দেন সেখানে থাকা কালো পোশাকের নিরাপত্তারক্ষীদের হাতে।
আরও পড়ুন: ‘কুণালকে খরগোশ বলায়, খরগোশরা আইনি নোটিশ দিল’! শতরূপের ‘কথা বলা’র ঢংয়ের প্রশংসা রূপম-পত্নী রূপসার
সেই সময় অ্যায় দিল হ্যায় মুশকিল গাইছিলেন তিনি। গান সামান্য সময়ের জন্য থামিয়ে নিজের এহেন কাজের জন্য ক্ষমা চান। তারপর মঞ্চে হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করেন। আর বলে ওঠেন, ‘এই মঞ্চ আমার কাছে মন্দির। আপনারা এর উপর খাবার রাখতে পারেন না।’
আরও পড়ুন: সবাই বলে জয়া বচ্চন নাকি ‘রাগি আন্টি’! কঙ্গনা বললেন, ‘তিনি বয়সে বড়, যদি কিছু…’
তবে দেখা গেল, অরিজিতের সমালোচনা করলেন বেশ কিছু মানুষ। একজন মন্তব্য করেন, ‘মন্দিরে খাবারের অনুমতি নেই, জুতো পরে ওঠা যায়?’ যদিও এই কমেন্টের জবাবে একজন লেখেন, ‘খাওয়া খাবারের প্যাকেট রাখা প্রথম কথা সৌজন্য বোধের অভাব। আর উনি শো করতে উঠেছেন, তাই স্বাভাবিক ভাবেই খালি পায়ে যেতে পারবেন না। আর আরেকটা ব্যাপার হল, এটা এঁটো। মন্দিরে আপনারা নিশ্চয়ই এঁটো রাখেন না।’
আরও পড়ুন: ‘আপনার অভিনয়ের গুণমুগ্ধ, কিন্তু আপনি ভাবেন কী বলুন তো?’! এবার কুণালের নিশানায় সুদীপ্তা
বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় এক তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় আর কবে নামে একটা গান রচনা করেছেন অরিজিৎ। যা এই মুহূর্তে সকলের কাছে প্রতিবাদের ভাষা। তবে এর কারণে, অনেকেরই চক্ষুশূল হতে হয়েছে তাঁকে। এমনকী, বাংলার শাসক দলের লোকজনের মধ্যে অনেকেই অরিজিৎকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি।