বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: ডুয়ার্সে অরিজিৎ সিং, আচমকাই ঢুকে পড়লেন গায়েরকাটার এক রেস্তোরাঁয়, তারপর! কী ধরা পড়ল CCTVতে?

Arijit Singh: ডুয়ার্সে অরিজিৎ সিং, আচমকাই ঢুকে পড়লেন গায়েরকাটার এক রেস্তোরাঁয়, তারপর! কী ধরা পড়ল CCTVতে?

ডুয়ার্সে অরিজিৎ সিং (আই লাভ গায়েরকাটা ফেসবুক পেজ)

রেস্তোরাঁ মালিক বলেন, ‘এত বড় শিল্পীকে সামনে থেকে দেখতে পাব জীবনেও ভাবিনি। শুনেছি হাসিমারার কাছাকাছি কোনও জায়গায় তিনি এসেছিলেন। খাবার খেয়ে শিলিগুড়ির দিকে চলে যান তিনি ও তাঁর দলের সদস্যরা।'

ডুয়ার্সে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সোমবার রাতে গয়েরকাটার একটা রেস্তোরাঁয় আচমকাই দেখা মেলে গায়কের। সেই মুহূর্তটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে বৃহস্পবার সেখানেই রাতের খাবার খান তিনি। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা। খাবার খেয়েই শিলিগুড়ির (Siliguri) দিকে অরিজিৎ চলে যান বলে জানা যায়। অরিজিতের রেস্তোরাঁ ঢোকার দৃশ্য ক্যামেরাবন্দি হয় সিসিটিভিতে। তারই ঝলক উঠে এসেছেন 'ডুয়ার্স এক্সপ্রেস 24'-এর ভাইরাল রিলে।

যদিও কী কারণে অরিজিৎ এসেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে রেস্তোরাঁর মালিক জানান, গতকাল রাতে দু-তিনটি গাড়ি তাঁর রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ায়। তাঁদের মধ্যে দু-তিনজন দুপুরে খাবারও সেখানেই খেয়ে গিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, রাতের তাঁরা আবার আসতে পারেন। এরপর রাতে তাঁরা আবার এসে খাবারের অর্ডার দেন। সেইসময় হঠাৎই গাড়ি থেকে নেমে আসেন অরিজিৎ সিং। আর তখনই তিনি বুঝতে পারেন, ওই গাড়িতে আসলে জনপ্রিয় গায়কও ছিলেন। CCTV ফুটেজে উঠে আসা ছবিতে অরজিৎকে একটা ছিমছাম গেরুয়া রঙের টি-শার্ট ও খাঁকি রঙের প্যান্টে দেখা যায়।

এদিন অরিজিৎকে সামনে পেয়ে খুশি রেস্তোরাঁ মালিক। তিনি বলেন, ‘এত বড় শিল্পীকে সামনে থেকে দেখতে পাব জীবনেও ভাবিনি। শুনেছি হাসিমারার কাছাকাছি কোনও জায়গায় তিনি এসেছিলেন। খাবার খেয়ে শিলিগুড়ির দিকে চলে যান তিনি ও তাঁর দলের সদস্যরা।'

তবে অরিজিৎ ঠিক কী কারণে ডুয়ার্সে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। তিনি কোনও গানের অনুষ্ঠানের জন্য সেখানে গিয়েছিলেন কিনা তাও স্পষ্ট নয়।

তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার চুপি চুপি ডুয়ার্সে পৌঁছে গিয়েছেন অরিজিৎ সিং। কারণ নামী ও জনপ্রিয় গায়ক হওয়া সত্ত্বেও সিধেসাধা জীবনই পছন্দ অরিজিৎ। এর আগে একবার সামসিং-এর কাছে সুনতালেখোলা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে সেখানকার হোটেল কর্মীর সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন অরিজিৎ।

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের এক নম্বর গায়ক অরিজিৎ সিং। তবে অরিজিৎ-এর জনপ্রিয়তা শুধু ভূ-ভারতে আটকে নেই। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বজুড়ে এখন খ্য়াতির শীর্ষে জিয়াগঞ্জের এই ছেলে। গান শোনার নিরিখে সম্প্রতি তিনি বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফটকে ছাড়িয়ে গিয়েছেন বাঙালি গায়ক অরিজিৎ সিং। গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই (Spotify)। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য পছন্দের গায়ক-গায়িকাকে ‘ফলো’ করার সুযোগও থাকে  সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে হারিয়ে গোটা বিশ্বে এক নম্বরে পৌঁছে গিয়েছেন অরিজিৎ সিং। 

বায়োস্কোপ খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.